নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত ব্যক্তির কোন অভিব্যাক্তি থাকতে নেই। স্বপ্নেরা নিছে ছুটি, আমি রয়ে গেছি দেহ টা বয়ে বেড়াতে।
তোমার ভেজা চুলে স্বপ্নের সিঁড়ি খুজে পেয়েছি
ছুয়েছি আমার অধরা স্বপ্নকে।
আমি আকাশের রংধনু তোমার চোখে মুখে দেখেছি,
রাঙ্গিয়ে দিয়েছ আমার মনকে ।
তুমি হারিয়ে গিয়েছিলে শূন্যতায়,
প্রেম উছলে পড়ছিল পুর্নতায়!
পাশে ছিল ভাল লাগার মানুষটি,
লজ্জায় রংধনুর মত রাঙ্গা হয়ে গেলে,
এ কেমন হাসি দিলে, যেন অমূল্য রত্ন হাতে পেলে ।।
তোমার চাহনি ছিল তৃপ্তির
তোমার ঠোঁটের ভাষা ছিল প্রাপ্তির।।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৫
মিজানুর রহমান এএমএস বলেছেন: চেষ্টা করে যাচ্ছি । ধন্যবাদ @আরণ্যক রাখাল ভাই
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪০
আরণ্যক রাখাল বলেছেন: আরো ভালো লিখুন