নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত ব্যক্তির কোন অভিব্যাক্তি থাকতে নেই। স্বপ্নেরা নিছে ছুটি, আমি রয়ে গেছি দেহ টা বয়ে বেড়াতে।
আমি মাতাল, উন্মাদ, আমি দিশেহারা, আমি তো এমন ছিলাম না! এমন কেন হয়েছে মনে আছে তোমার? তোমায় দেখে যখন থমকে দাঁড়িয়েছিলাম, তুমিই বলেছিলে, আমার চাহনি তুমি বুঝে গেছ, এর পর থেকে একটু আধটু প্রেম করি, তোমার প্রেমে সিক্ত হয়ে পাগল প্রায়। তোমার কোলে যখন একটু আয়েশ করে শুয়েছিলাম তখন আমি মাতাল,দুচখে রাজ্যের ঘুম চলে এসছে, শুনেছিলাম অতিরিক্ত মাতাল হলেই ঘুম আসে আর মৃত্যুও হতে পারে। ঘুম থেকে জেগের ওঠার আপ্রান প্রচেষ্টায় উঠলাম, কিন্তু মাতলামো টা রয়েই গেল। উন্মাদের মত হাঁসতে ছিলাম। তোমার মন মাতানো গন্ধে নেশাগ্রস্ত হয়েছিলাম, দিনগুলো যেন নেশার ঘোড়ে কাটতে ছিল। হটাত একদিন এসে বললে গত কাল আমাদের এক বছর পেরিয়ে গেল, অথচ তুমি আমাকে একটু চমক দিলে না? কি করে মনে রাখি বল? আমি যে নেশাগ্রস্ত, মাতাল, তোমার গন্ধে আমার নেশা ধরে, তোমার চাহনিতে আমার স্বপ্ন চলে আসে, আর তোমার উষ্ণ হাতের স্পর্শে আমার ঘুমন্ত মন জেগে উঠে। তুমি তো জানতে তোমায় ছাড়া আমার এ মাতলামো কমবে না, উন্মাদনা ছাড়বে না।
তোমাকে যখন দেখি দুচোখ যেন স্বর্গের পরিদের সাথে খেলা করে, আর যখন আমাকে আলিঙ্গন করো, তখন!!!!!!!!!
তোমাকে হারাবো ভেবেছিলাম, আমি জানতাম তোমার মত সুন্দর মনের মানুষের জন্য আমি নই, অন্য কাউকে সৃস্টিকর্তা তৈরি করেছেন। তোমার উপমা দেয়ার ক্ষমতা আমাকে দেয়া হয়নি।
এর পর দিন সকাল থেকে বসে ছিলাম কিন্তু তোমার কোন দেখা নেই। সেই যে হারিয়ে গেলে আর কেনে এলে না? আমি এখনো মাতাল হয়ে আছি, উন্মাদের মত কথা বলি, নেশার ঘোড়ে তোমায় নিয়ে হাটি। নাইবা পাব কাছে, কিন্তু মিথ্যে স্বপ্ন দেখার মাঝেও একটা আনন্দ আছে, আমি দেখি, এইতো তুমি মুখে একচিলতে হাসি নিয়ে দাড়িয়ে আছ, কথা বলছ, আর আমাকে স্বপ্ন দেখাচ্ছ।
©somewhere in net ltd.