নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত ব্যক্তির কোন অভিব্যাক্তি থাকতে নেই। স্বপ্নেরা নিছে ছুটি, আমি রয়ে গেছি দেহ টা বয়ে বেড়াতে।
মিথ্যের ফুলঝুরিতে একটু খানি সত্যের ছোঁয়া।
এক বুক সিগেরেটের ধোয়ার মাঝে ও সামান্য অক্সিজেনের হাওয়া ।
হাজার মিকে স্বপ্নের সাথে থাকে কিছু বাস্তবের ছোয়া,
হতাশার সাগরের নিকট থেকে একটু আশা পাওয়া ।
জীবনের সকল বাকে আশার আলো জালিয়ে বসে থাকা
এক টুকরো সুখ, তবুও তোমার জন্য তুলে রাখা।
এক পলক দেখার তাড়নায় অপরিপক্ক হাতে তোমার ছবি আঁকা ।
দিন শেষেও নয়নের তৃষ্ণা মেটাতে পথের পানে চেয়া থাকা।
আশা, স্বপ্ন সবই রয়ে যাবে, শেষমেশ আমারই হবে
সেদিন এই শুষ্ক ঠোট তোমার পরশ পাবে।
উষ্ণ ঠোটে সকল দুঃখ দূর করে দিবে।
২| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৩
মিজানুর রহমান এএমএস বলেছেন: Thanks Appii
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
অবনি মণি বলেছেন: welcome