নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
অফিসে যাবার পোশাকগুলো
ওয়ার্ডরোবের ভেতরে অপেক্ষারত
জুতোটা শেল্ফে,
হাতঘড়িটা টেবিলের উপর,
খাবারের বাটিগুলো
আলস্যে কাটাচ্ছে সময়।
কর্মব্যস্ততা নেই, চাঞ্চল্য নেই।
যদিও বুক শেলফের বইগুলোর
আমাকে সঙ্গ দিয়ে দিয়ে
ব্যস্ত দিন কাটে।
বারান্দার গাছগুলোও আহ্লাদে
নতুন নতুন পত্রপল্লবে সাজে।
মাঝে মাঝে বন্ধুর মত শুধোয়,
ভাল আছিস ?
সকালবেলা দুটি বুলবুলি
আতাগাছের ডালে লাফিয়ে লাফিয়ে
খেলা করে, তারপর উড়ে যায়।
আমি অপেক্ষায় প্রহর কাটাই
ছোট্ট অমলের মত।
বুকের গভীরে যেন বেজে ওঠে
ঘন্টা ধ্বনি, ঢং ঢং ঢং
সবুজ পতাকা নড়ে ওঠার
অপেক্ষায় থাকা ট্রেনের মত
আমি অপেক্ষায় থাকি।
নতুন সূর্যের জন্য
গ্রহণকাটা নতুন সূর্যের জন্য।
২| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দৈনন্দিন জীবনের কবিতা, অব্যক্ত ছুটির প্রত্যাশায়।
৩| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫০
নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় ভাবনায় নিখুঁত প্রকাশ।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।