নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
একদিন জ্যোৎস্নায় স্নাত পৃথিবী দেখবো না আর,
একদিন মাটির সোদা গন্ধ নেবো না আর বুক ভরে,
যখন বৃষ্টির প্রথম ফোটাটি ছুঁয়ে যাবে চিবুক তোমার।
একদিন তোমার দৃষ্টিতে স্বপ্ন বোনার দিন হবে শেষ।
একদিন পাবে না এ বুক দিতে নির্ভার ডুব সাঁতার।
নৈসঙ্গতাকে তোমার ছিন্ন করে নেবে কর্কশ হাত।
হয়তো পাণ্ডুর লিপিগুলো ধুলো জমে হবে পাণ্ডুর আরো
ডায়রির নিঃসঙ্গ মলিন পাতায় পাতায় আমি হীন একদিন।
হয়তো হাস্নাহেনার গন্ধ বয়ে আনবে বাতাসেরা বুক ভরে
তারপর চঞ্চল ছোটাছুটি মধ্যরাতের শূন্যবুকে তোমার।
একদিন আমি হীনতায় পূর্ণ হয়ে যাওয়া স্থানটায়
জংধরা পুরোনো গেটের মত উঠবে বেজে গোঙানির সুর।
হয়তো বা প্রত্যাবর্তন অসম্ভব জেনেও চাইবো জানান দিতে
নিজের অস্তিত্ব অস্পৃশ্যতার পরশে তোমার অনুভূতি জুড়ে।
২| ০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১:০২
চাঁদগাজী বলেছেন:
কেন এসব অপ্রয়োজনীয় ভাবনা?