নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
ফাগুন এলো আগুন নিয়ে
রক্ত ঝরা চেতনায়
ভাই হারানোর ব্যাথা প্রাণে
মুহ্য তো নই বেদনায়।
ফাগুন দিলো শক্তি সাহস
উচ্চকিত অধিকার
মায়ের চোখের অশ্রুধারা
জানায় দাবী দুর্ণিবার।
মায়ের ভাষার শ্লোগান, দাবী
মানল না আর দুঃশাসন।
মায়ের ভাষা কণ্ঠে নিয়ে
কথা সুরে আজি রচি বাধন।
রক্তরাঙা পলাশের বন
সাজলো বুকের লোহুতে কার?
মায়ের মুখে ভাষা ফোটাতে
প্রাণ দিলো সে ভাই আমার।
২| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ২:১৬
নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর লেখনী । ⁸
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।