নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
তুমি আসবে বলে
প্রতিটি সন্ধ্যা আমি সাজিয়ে নেই
নিজের মতো করে।
ভায়োলিনের মৃদু সুর
কিংবা চৌরাশিয়ার বাঁশি,
ঘরময় বিমূর্ত আবেগের ছোঁয়া,
শূন্য গ্লাসে জলের শব্দ
বিবর্ণ মনের রাগিনীতে বাজে।
প্রতিটি সন্ধ্যাকে আমি
তোমার জন্যই সাজিয়ে রাখি।
কুয়াশার চাদর টেনে দিয়ে চোখে
তুমি এসে দাঁড়াও সমুখে আমার
নিজেকে উন্মুক্ত করে
ছুঁয়ে দাও তুমি ঠোঁট দুটি
আবিষ্টের মত আমি
ডুবে যেতে থাকি তোমার অতলতায়।
©somewhere in net ltd.