নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
ইট পাথরের দালান কোঠার
বস্তি এই শহর ঢাকায়
চলছে মানুষ যন্ত্রদানব
পিষ্ট অর্থনীতির চাকায়।
এই শহরের ঘুপচি ঘর এক
টানাপোড়নের ছোট্ট বাড়ি
আমার শিশুর ছোট্ট পায়ে
সেইটুকুই বিশাল ভারী।
আমার শিশুর নেই পরিচয়
বিশাল নীল আকাশের সাথে
আকাশটা তার ২১ ইঞ্চি
টিভির পর্দার মাপে মাপে।
আমার শিশু সূর্য চেনে
বইয়ের পাতায় আঁকা ছবি
চাঁদটাকে সে নিচ্ছে চিনে
মা-র কপালের টিপটা ছুঁয়ে।
২| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪০
ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব ভালো লাগলো, ++
খুব খাঁটি কথা গুলো লিখেছেন।
৩| ০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
অতঃপর হৃদয় বলেছেন: ভাল।
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৭
তারেক ফাহিম বলেছেন: ব্যস্ত শহরে চাঁদ সুর্য চেনার জন্য বাহিরেে এসে শিশুকেই হারাতে হবে। ভাই গ্রামেই ভাল