নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষায় মুক্তি, মুক্তিতে ভাষা

নাজমুল হক জুয়েল

মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।

নাজমুল হক জুয়েল › বিস্তারিত পোস্টঃ

একদা দ্রোহী ছিলাম

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩২

এখন আর বারুদ ঘষে আগুন জ্বলে না
চেতনার স্ফুলিঙ্গ এখন আর ঘটায় না বিস্ফোরণ
ছাপোষা কেরানীর মত জীবনটাকে
কোনমতে টেনেটুনে বয়ে নিয়ে চলা।
বাসের দরজার ধারে বাদুরঝোলা যাত্রীর মতন
সকরুণ দৃষ্টি সামনের আসনের দিকে।

ব্যাঙের মত শীতল রক্ত প্রাণ
গুহাবাসী শীত নিদ্রায় কাটছে জীবন এখন
মাঝে মাঝে সর্বভূকের খাদ্য হতে হতে
নিজেকে গুটিয়ে নিয়ে পলায়নপর
বাস্তু উৎখাত উদ্বাস্তু জীবনে বাঁচা পরজীবির মতন।

এখানে স্বাধীনতা অনাস্বাদিত অমৃত,
দ্রোহের বাণী এখন ঘুমপাড়ানী গানের সুরমগ্ন শিশু,
বিপ্লব কিংবা দ্রোহের চেতনা এখন
মধ্যবিত্তের টানাপোড়নের শত ছিদ্র ভাড়ার।

নিজের ছায়ার কাছেই অপরিচিত রয়ে যাই নিজে
নিজেই বিব্রত পরিচয় বিড়ম্বনায়
এখন আর জীবন ঘষে আগুন জ্বলে না
একদিন চেতনায় দ্রোহী ছিলাম
এখন বাঁচা নয় বর্তে থাকা শুধু জীঁবনের তাড়নায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৫

ইফতেখারুল মবিন বলেছেন: সুন্দর সুন্দর....

২| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৯

ধ্রুবক আলো বলেছেন: এখানে স্বাধীনতা অনাস্বাদিত অমৃত,
দ্রোহের বাণী এখন ঘুমপাড়ানী গানের সুরমগ্ন শিশু,
বিপ্লব কিংবা দ্রোহের চেতনা এখন
মধ্যবিত্তের টানাপোড়নের শত ছিদ্র ভাড়ার।
কথাগুলো বেশ লিখেছেন ++
ভালো লাগলো কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.