নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
১,
কী লাভ নিজেকে নিয়ে জুয়া খেলায়
জানে না জুয়রী নিজেও
শুধু জানে ঈশ্বর নামে একজন খেলোয়ার
তার প্রধান প্রতিপক্ষ এই খেলায়
তাই প্রতি বার বাজিটা রাখে
নিজের সাধ্যের অধিক উচ্চতায়
কারণ বিশ্বাস একবার যদি হারে ঈশ্বর
সুদাসলে পুষিয়ে যাবে সব হার।
২
জীবনটাকে মনে হয়
সুদকষার গাণিতিক সমীকরণ
আসলটা ক্ষয়ে ক্ষয়ে শেষ
যদিও সুদের অঙ্কটা বাড়ে দিন দিন।
©somewhere in net ltd.