নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
ইদানিং রাস্তা দিয়ে হাঁটার সময়
পান মুখে কেউ যদি পায়ের উপর ছুড়ে দেয় পিক
কিংবা ভদ্রলোকদের থুক করে ছুড়ে ফেলা কফ
আমার পায়ের কিংবা প্যান্টের আকর্ষনে ছুটে আসে
আমি একবার তাকাই তাদের নির্বিকার মুখের দিকে
যেন এটাই স্বাভাবিক কিংবা সরল মার্জনীয় ভুল
কিংবা ভ্রুক্ষেপহীন নির্বিকার পথের সাথেই পা মেলানো।
ইদানিং আমি যেন ভুগছি অজানা বোধশূন্যতায়
চতুপার্শের ঘটনা কিংবা অঘটন কিংবা দুর্ঘটনা
কোন কিছুই স্পর্শ করে না আমাকে,
কোন কিছুই ভেদ করে না চোখের অভেদ্য পর্দা।
আমি এখন শুধুমাত্র প্রতিবন্দী সময়ের সহচর।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
মেহেদী রবিন বলেছেন: ভালো লেগেছে