নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষায় মুক্তি, মুক্তিতে ভাষা

নাজমুল হক জুয়েল

মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।

নাজমুল হক জুয়েল › বিস্তারিত পোস্টঃ

হেলুসিনেশন বা একটি অতিবাস্তবতা

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৩

মাথার ভিতরে যখন যন্ত্রণার ঘুনপোকারা
অনবরত খুটখুট শব্দ করে চলে
তখন তোমার বাড়ির গেটে দাঁড়িয়ে
সন্ধ্যার আবছায়ায় দেখি
বেতের ইজি চেয়ারটা বারন্দায় দুলছে ধীরে ধীরে,
মোটা কালো ফ্রেমের চশমার ভেতর দিয়ে
তুমি তাকিয়ে আছো আমার দিকে,
তোমার পাইপ থেকে মৃদু ধোঁয়ার নির্গমন,
দূর থেকে পাই তামাকের মিষ্টি গন্ধ।
হঠাৎ যেন মাথার উপর অনুভব করি একটি হাতের পরশ।
নিমেষেই কষ্টের ঘুনপোকারা নিয়েছে বিদায়।
বল পিতা, এ কি ভুল নাকি বাস্তবতার অধিক বাস্তব
সন্তানের সাথে কি কভু ঘটানো সম্ভব বিচ্ছদ
বোঝেনি ঘাতক বুলেট,
তাই যখন তোমার দিকে ছুটে গিয়েছিল তারা
তুমি তো গ্রহণ করেছিলে বুকের আলিঙ্গনে।

তাই বার বার ফিরে আসা তোমার কাছে
শেষ হয় না বারংবার তোমাতেই আশ্রয় খোঁজা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: এতে কি কাজে দিবে ???

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৩

নাজমুল হক জুয়েল বলেছেন: ভাই কাজ কিংবা অকাজ দিয়ে কি ভালবাসার প্রকাশ করা যায় ?

২| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: প্রেম-ভালবাসা বলে কিছুই নাই, এটা মানব দেহের হরমনের খেলামাত্র।

এই প্রেমের জন্য কেউ হয় গৃহ ত্যাগ , কেউ বা দেশ ত্যাগ।
কেউ আবার মরেও কিন্তু প্রমাণ করে..........

এ সমন্ধে তেমন কিছু জানি না।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৬

নাজমুল হক জুয়েল বলেছেন: এই হরমোন নিঃসরনের জন্য যে প্রভাবকেরা দায় এড়াতে পারে না তারাই প্রিয়, তারাই ভালবাসার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.