নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
তোমার শেষ কবিতাটা কবে লিখছো আমাকে নিয়ে ?
হয়তো আজ এক্ষুনি কিংবা শত সহশ্রাব্দ পরে।
কি থাকবে সেখানে, আমাদের ভালবাসার কথা ?
কখনোই নয়।
কি করে পরিচিত মানুষ আবার অপরিচিত হয়ে উঠতে পারে
কি করে অস্থিচর্মসার বার্ধক্য এসে ভর করে ভালবাসার ঘরে।
তবে কি তুমি নিজেই .......
তখন তুমি আর আমিতে অনেক ব্যবধান,
গঙ্গার জলে স্নাত স্নিগ্ধ রমণী নও তুমি আর
বহু রমণে ক্লান্ত রমণী শুধু।
আমিও পৌঁছেছি সান্ধ্য আলোর কাছাকাছি
এই বুঝি দপ করে নিবে গিয়ে নামবে অন্ধকার।
তারপর নিঃসঙ্গ নৈঃশব্দের ইতস্তত পদচারণা।
©somewhere in net ltd.