নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
অনিন্দিতা, তোমার জন্য হয় না লেখা
অস্তরাগের আবির রাঙা সেই কবিতা
তোমার জন্য ভালবাসার কবিতাখানি
রাজহাঁসের পালকগুলো কলম করে
হয় না লেখা সাঝেঁর বেলা মেঘ সরিয়ে
অস্তরাগের আবির রাঙা সেই কবিতা ।।
অনিন্দিতা, তোমার জন্য অপেক্ষাটা
হয়ে ওঠে না প্রতীক্ষা আর আমার কাছে
এখন আমি অন্য মানুষ, অমানুষের নামান্তরে
এখন আমি পাপবিদ্ধ অস্থি, মজ্জা আর লোহুতে ।।
অনিন্দিতা, এই লেখাটা তোমার জন্য শেষ কবিতা
হয়তো এটা কবিতাই নয় অনিয়ন্ত্রিত আত্ম-প্রলাপ
কিংবা নিজের শিশু অথবা ভ্রুণ হ্ত্যার স্বীকারোক্তি
মাথার ভেতর সামাজিক বিষক্রিয়ার প্রকাশ ।।
২| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৩২
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।
৩| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫১
বিজন রয় বলেছেন: কবিতা কি শেষ হয় নাই, কোন দাড়ি নেই!!
++++
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:২৮
মাসুদ মাহামুদ বলেছেন: নিজের শিশু অথবা ভ্রুণ হ্ত্যার স্বীকারোক্তি
মাথার ভেতর সামাজিক বিষক্রিয়ার প্রকাশ
দারুন