নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
আমার জন্য তীব্র খরা তোমার বুকে জল
মাঠ ফেটে খাঁক, তবুও ধারা বইছে কলকল
মাঠের বুকেই বইল নদী, স্পর্শ না পায় সে
ফাটা বুকটায় শুধুই কাতর আর্তি শুনছে
যন্ত্রণাটুকু বইল নিরবে নদীকে আড়াল করে
নদী ভাবল ভালই আছে, হাম্বরা গেছে বেড়ে
এই ভাবনায় অভিমানী নদী বইল নিরবধি
মাঠ ভাবে যাতনাটা কমে দিলে স্পর্শ ধারার নদী।
©somewhere in net ltd.