নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
এক সঙ্গে বৃষ্টিতে ভিজবো বলে
বুকের মধ্যে ধারন করেছি চৈত্রের দহন
একই চেতনায় একই স্লোগানের কোরাস
তোমাতে আমাতে পেয়েছিল পূর্ণতার সুর
তোমার সাথে তেমনি করে আর হয় না সুর মেলানো
এখন আমি ভিন্ন জগত আকড়ে ধরে
বাঁচার তীব্র আকাঙ্ক্ষাটা বুকে চেপে
প্রভুর সাথেই সুর মেলাতে ব্যস্ত থাকি, বাধ্যগত
জীবনটা এক প্রভুভক্ত প্রাণীর জীবন
বাড়ি ফেরা মদ্যপের মত পথের সাথে পা মোলানো
এখন আমি নিত্য নিত্য নিজেকে বিকোই
সঙসাজা সব ক্রেতার ভিড়ে স্বপ্ন-পসরা
সাজিয়ে ঘুরি, ফরমায়েশি স্বপ্ন নিয়ে
সামনে দেখি কাফনেমোড়া চেতনা আমার
যাচ্ছে চলে শবযাত্রা উৎফুল্র পায়ের দৃপ্ত ভারে
©somewhere in net ltd.