নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষায় মুক্তি, মুক্তিতে ভাষা

নাজমুল হক জুয়েল

মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।

নাজমুল হক জুয়েল › বিস্তারিত পোস্টঃ

আত্ম-নিঃসঙ্গতা

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৫:৪০

ধু ধু প্রান্তরে সবুজ ঘাসের বুকে পা ফেলে হাঁটা
কিংবা মেঘেদের সাথে রোদ্দুর সেজে খেলা করা
হয়ে ওঠে না আমার
ফড়িঙের মত চপল ভঙ্গীতে বাতাসে ডানা মেলা
ঘাসফুলের সাথে খুনসুটি করে করে ক্লান্ত হওয়া
হয়ে ওঠে না আমার
চাঁদের আলোতে নিজের ছায়া দেখি না অনেক দিন
কিংবা ছাদে শুয়ে নিঃশ্বাসে নিঃশ্বাসে বুক ভরে নেয়া
চাঁদের আলোয়, হয়ে ওঠে না আমার
শহরের ইট কাঠ গোগ্রাসে গিলে নেয় আমার আমিকে
দেয় গতি কিঙবা বাড়ায় ত্বরন সদা
ছুটে চলা ছুটে চলা ছুটে চলা
মানুষগুলোকে নিত্য যন্ত্র করে তোলা।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

জেন রসি বলেছেন: শহরের ইট কাঠ গোগ্রাসে গিলে নেয় আমার আমিকে
দেয় গতি কিঙবা বাড়ায় ত্বরন সদা
ছুটে চলা ছুটে চলা ছুটে চলা
মানুষগুলোকে নিত্য যন্ত্র করে তোলা।

ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.