নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ বাংলা ও বাঙালির ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিটি সংগ্রাম প্রতিরোধে তরুণরাই ছিল অগ্রগামী। তারাই এনে দিয়েছে জাতিসত্তার পরিচয়, স্বভাষার মর্যাদা, রাষ্ট্র নামক একটি সার্বভৌম ভূখণ্ড। তাদের জাগরণে স্বৈরতন্ত্রের পতন হয়, তাদের জাগরণে মানুষ তার জীর্ণ ক্লীষ্ট জীবনে পায় প্রত্যাশার আলোক স্পর্শ। তেমনি এক জাগরণ আজ বাংলাদেশে, চিরচেনা শাহাবাগ মোড় আজ তাদের জাগরণে পেয়েছে নতুন নাম প্রজন্ম চত্বর। সাধারণ মানুষ যারা পথভ্রষ্ট রাজনীতির যাতাকলে নিজের পরিচয় খোঁজে আমজনতা নামের মাঝে তারাই আজ তরুণ কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে উচ্চারণ করে প্রতিবাদী স্লোগান। তারা আম জনতা থেকে হয়ে ওঠে প্রতিবাদী জনতা। হয়তো স্বার্থবুদ্ধি পালিত রাজনীতিকরা পড়ে নেয় তাদের মনের ভাষা, তাদের সংক্ষুব্ধতা। আর তাই তারা তাদের কৌশল পাল্টায়, সক্রিয় হয়ে ওঠে নতুন রূপে। তারুণ্যের এই জাগরণে জনতার স্বতঃষ্ফুর্ত অংশগ্রহণ প্রমাণ করে তারা রাজনীতিকদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার উপায় শুধু নয়, সকল শক্তির উৎসও হতে পারে তারা।
তারুণ্য তোমায় সালাম, আমাদের বার্ধক্যাক্রান্ত মস্তিষ্ককে তাড়িত করার জন্য।
জয় তারুণ্যের জয়, জয় প্রজন্ম চত্বরের প্রতিবাদী তরুণদের, জয় তারুণ্যের অমিত শক্তির জয়।
©somewhere in net ltd.