নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব মানবতা আজ কোথায় দাঁড়িয়ে ,
অপরের বিশ্বাস রীতি নিয়ে যে করে অবহেলা,
মানব ধর্ম বড় ধর্ম বড় ধর্ম বুঝে না সে কথা ,
অন্যের বিশ্বাসকে যে করলনা সম্মান,
সে ঘটালো মানবতার অপমান।
যে নিজেকে ভাবে অপর অপেক্ষা শ্রেষ্ঠ মহান,
সে তো কাপুরুষ, নাই তার কোনো মান।
যে জন গায় শুধু নিজের জয়গান,
পায়নি সে মহাপুরুষদের জীবনীর সন্ধান।
অবহেলিতকে যে করে হেলা,
পায় নি সে কোনো সুশিক্ষা।
অপরের ধর্ম নিয়ে যে করে তামাসা
সেই তো আসলে পাইনি আলোর দেখা।
যে জানেনা নারীকে করতে সম্মান
শিক্ষা ও জীবনকে পায়ে পিসায়
সে তো মানুষ নয় কঠিন পাষাণ ,
মানুষে মানুষে ঘৃনা ছড়ায় যে জন
সে তো শয়তানের অতীব আপনজন।
নিজ স্বার্থ রক্ষার্থে যে মিথ্যাকে করে মিত্র,
সে তো প্রকৃতপক্ষে বড় অপবিত্র।
কোরআন, বাইবেল, ত্রিপিটক, গীতা
সব গ্রন্থ শেখায় শুদ্ধ মানবতার কথা,
যে নাস্তিক তার ও আছে মানবতা ,
এই ধারাতে তাহলে কেন অস্থিরতা ,
মানব সন্তান হয় তখনি মহান,
যখন সে করতে শেখে অপরকে সম্মান।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সময়ের কবিতা
সুন্দর হয়েছে