নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক ধরে চুপ থেকে , আর নিজেকে ধরে রাখতে পারলাম না -
যদি ও বিভিন্ন ভাবে আমার পক্ষ থেকে প্রতিবাদ চালু রেখেছিলাম ,
আজ ফেইজবুক খুলেই দেখি আমাদের পেইজ থেকে লিখা
"সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে সরকারের আপোষ নীতির বিরুদ্ধে
উদীচী ফ্রান্স সংসদের উদ্যোগে সম্মিলিত প্রতিবাদ সভা
পাঠ্য পুস্তক সাম্প্রদায়িকীকরণ, ভাস্কর্য অপসারণ, কওমি মাদ্রাসার অন্যায্য মর্যাদা দান সহ উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাছে সরকারের আত্মসমর্পণের বিরুদ্ধে এবং আন্দোলনকারী নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা, নারায়ণগঞ্জের সাম্প্রতিক সময়ে রবীন্দ্র জয়ন্তীতে বাধা দেওয়া, নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের প্রগতিশীল সংগঠক রাফিউল রাব্বিকে মৌলবাদীদের হুমকি এবং উদ্দেশ্য মূলক ভাবে শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে অপমান সহ মিথ্যা মামলায় সরকারের নীরব ভূমিকার বিরুদ্ধে প্রগতিমনা বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিবর্গদের নিয়ে আগামী ৪ জুন ২০১৭ রবিবার উদীচীর অনুশীলন কেন্দ্রে একটি প্রতিবাদ সভা’র আয়োজন করা হয়েছে এবং এই সভা থেকে পরবর্তিতে প্লাস দো লা রিপাবলিকে সম্মিলিত ভাবে একটি বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হবে"
তাই আসুন প্রতিবাদ করি ও আহবান করি
প্যারিসস্থ সকল প্রগতিমনা সংগঠন ও ব্যাক্তিবর্গের উপস্থিত থাকার জন্য ,
আমি থাকবো ও কঠিন প্রতিবাদ করবো .
৪ জুন ২০১৭ রবিবার, সন্ধ্যা ৫টা ৩০ মিনিট
135/153 Rue Danielle Casanova, 93300 Aubervilliers
Métro- 7 Fort d’Aubervilliers, bus 173, 250 (Balzac)
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০১৭ বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
আমিও আসবো; লাঠি, রড ইতয়াদি আনবো, নাকি আপনি নিয়ে আসবেন?