নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলিয়েন এলান খান

পরিশ্রম করি , তাই কোন কিছু ভয় পাই না । আমি স্বনির্ভর । ভালবাসতে জানি ।

এলিয়েন এলান খান › বিস্তারিত পোস্টঃ

জামাতের সহি চরিত্র

১৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:২৬

জামায়াত ইসলামের পরিক্রমা-

৪৭ এর দেশ ভাগের আগে,

" দেশ ভাগ চাই না, পাকিস্তান চাই না, অখন্ডতা চাই না"

৪৭ এর দেশ ভাগের পর,

" পাকিস্তান জিন্দাবাদ, ইসলামের পবিত্র ভূমি"

৭১ এর মুক্তিযুদ্ধের সময়,

" দ্যাশে মুক্তিযুদ্ধ নাই খালি গন্ডগোল, মুক্তি মার, মাইয়াগোরে খান সেনাগো কাছে দে"

৭১ এর মুক্তিযুদ্ধের পর,

" ৭১ এ মুক্তিযুদ্ধ ছিল আমাদের একটা রাজনৈতিক স্বিদ্ধান্ত, আমরাও বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করি। বাংলাদেশ জিন্দাবাদ।"

যুদ্ধাপরাধী রাজাকারের বিচার শুরুর আগে,

" আমরাও রাজাকারের বিচার চাই, আমরাও চাই দেশ কলঙ্কমুক্ত হোক। জামাতের কেউ যুদ্ধাপরাধে যুক্ত ছিল না"

বিচার শুরুর পরে এবং রায়ের আগে,

" এইগুলা রাজনৈতিক প্রতিহিংসা। যাদের ধরা হইছে তারা নিস্পাপ। পারলে রায় দিয়ে দেখাক!"

রায়ের পরে ফাঁসির আগে,

" এই রায় মানি না, হরতাল। বাঙ্গালী হত্যা কর। ফাঁসি দিয়ে দেখাক!

ফাঁসির পরে বর্তমানে,

" আমরা বঙ্গবন্ধুকে ভালবাসি, মুক্তিযুদ্ধকে ভালবাসি। "

কয়েকদিন পর যা বলবে,

" রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে আমরা আওয়ামীলীগ সরকারকে যুদ্ধাপরাধীর বিচার করতে বাধ্য করেছিলাম"

এইটাই জামায়াত ইসলাম যারা হাওয়া বদলের সাথে নিজেদের বদল করে বারেবারে। ইসলামের মুখোশ পরে মানুষকে বিভ্রান্ত করে বারেবারে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:২৪

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: একে বারে সত্য কথা বলেছেন। আমি ব্যক্তিগত ভাবে কিছু জামাতীদের চিনি যারা মনে করে যারা জামাত করে তারাই মুসলিম আর যারা অন্য দল করে তারা সব কাফের বা সে জাতীয় কিছু, অথচ এরা মুখে এক আর কাজে আর এক.। সব গুলা ভণ্ড।

২| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


পাথরের যুগ শেষ, জামাতের রাজনীতিও শেষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.