নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোরিয়াতে বাংলাদেশ এর মুখ উজ্জ্বল কারী যত জন আছেন , এর মধ্যে ইমাম লী অন্যতম , প্রবাসে থেকে ও দেশের জন্য হয়েছেন অভিনেতা, গীতিকার, মডেল , লেখক । যান্ত্রিক জীবনে নানা ব্যস্ততার মাঝে নিজের মনে সুর ও কথার মালা গেঁথে গান নির্মাণ করা যার নেশা
, ১৯৯২ সালে এলআরবি’র প্রথম অ্যালবাম স্মতি নিয়ে প্রকাশ করা হয় ,
৯০ দশকের আলোচিত ব্যান্ড ওয়ারফেইজের গাওয়া ‘ভোরের ট্রেন’, ‘চাঁদনী রাতে’, চট্টগ্রামের শিল্পীদের গাওয়া মিক্সড অ্যালবাম প্রেমার ‘প্রেমা’, ‘একটি ছেলে দুঃখ পেলো’, মনসুর হাসানের সেলফ টাইটেল অ্যালবামের ‘নীল কাগজে লেখা’, ওসেন ব্যান্ডের ‘একা একা’ গানগুলো। এছাড়াও ২০১০ সালে আইয়ুব বাচ্চুর সুরে ‘অনুভবে’ শিরোনামে একটি মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়। অনেক জনপ্রিয় গানের গীতিকার ইমাম হোসেন তার বেশিরভাগ গানই সুর করেছেন আইয়ুব বাচ্চু। ওনার বিজ্ঞাপন চিত্রে মনা ভাইয়ের মিষ্টির দোকানের কথা সবার মনে আছে । বাংলাদেশ মুসক (ভেট) নিয়ে করা , ঐ সময়ে সবাই ফেসবুক ও বিভিন্ন ব্লগ এ আগ্রহ নিয়ে শেয়ার করতে দেখা যায় । র একটা ছিল " জিপিএস ইস্পাত কোম্পানির " নারিকেল আর ইস্পাত এর মধ্যে পার্থক্য দেখানো ভিন্ন রকমের বিজ্ঞাপন চিত্র ।। কিছু দিন নাকি সবাই ওনাকে নারিকেল ভাই বলে সম্বোধন করত, সব শেষ এ যেটা করলেন বাংলালিংক এর ডিজিটাল ঘটক , চমৎকার অভিনয়ে সবার মনে চিরস্থায়ী জায়গা করে নেন ।
একটা সময় ওনি লেখা লিখি করতেন, চট্টগ্রামে " হাতে গড়ি" নামে সাহিত্য সংগঠন ছিল ঐ খানে অনেক লিখালিখির পাশাপাশি ১৯৯৫ সালে একুশে বই মেলা তে " ছোট গল্প কালেকশন" ১৯৯৬ সালে বৈশাখী পাবলিকেশন থেকে " রুপালি রাত্রি "প্রকাশ করেন ।কিছু দিন আগে কোরিয়াতে short flim " THE CONTAINER " এর কাজ করেন , নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘টেলিভিশন’ নামের একটি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি সাথে ছিলেন চঞ্চল চৌধুরী , মোশাররফ করিম ,তিসা , রুমি, সামিম আহমেদ সহ আরও অনেকে । ছবিটি মুক্তি পায় ২৫ জানুয়ারী ২০১৩ সালে ।
২৪ বছর ধরে কোরিয়াতে থাকেন , কয়েক মাস পরপরই তিনি এ দেশে ছুটে যান ব্যবসায়িক কাজ ও নাড়ির টানে। পেশাগত জীবনে তিনি ফ্যশন সম্পর্কিত ব্যবসা করেন পৃথিবীর নামকরা ব্রান্ডের সাথে , জন্ম গ্রহন করেন চট্টগ্রামে ৩ মে , রাশি বৃষ, সদা হাসি খুশী থাকতে পছন্দ করেন
২| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:২১
এলিয়েন এলান খান বলেছেন: আজ কি ফ্রী নাকি আসাদ ভাই .।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:১৩
মোঃ আসাদুল ইসলাম বলেছেন: ইমাম লীর জন্য শুভকামনা ..