নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলিয়েন এলান খান

পরিশ্রম করি , তাই কোন কিছু ভয় পাই না । আমি স্বনির্ভর । ভালবাসতে জানি ।

এলিয়েন এলান খান › বিস্তারিত পোস্টঃ

মা দিবস ।

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

আমার আম্মা এই পৃথিবীতে নাই । আমি যখন অনেক ছোট তখন আমার আম্মা ছোট একটা ভাই বোরহান কে ৩ মাসের ছোট্ট শিশু কে রেখে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান,আম্মার কোন কিছুই আমার মনে নাই আমার বয়স ছিল ৩, কিন্তু আমাকে ঘুম পরিয়ে দেবার সময় আম্মা অনেক কবিতা বলতেন যেমন '' দোলু মিয়া দোলা সেজে শ্বশুর বাড়ি যাচ্ছে , বেঙ্গু মিয়া ঠ্যাং তুলিয়া আগে আগে নাচছে'' আম্মার কোন ছবি ছিল না , আম্মার মুখ কেমন ছিল আমার মনে নাই,ইমন ভাইয়ের নিকট জানলাম যে আম্মার একটা পিক আছে জাহাঙ্গির মামার নিকট , আমি যখন দেখতে গেলাম তত দিন এ পিক টা নষ্ট হয়ে যায়।আব্বা আম্মার স্মৃতির শাড়ি বোরখা যত্ন করে রেখে দেন আমাদের দেখানোর জন্য । আম্মার শাড়ি কত যে বুকে জড়িয়ে কেঁদেছি , সবাই বলত আম্মা নাকি দেখতে আমার বোন আঞ্জির , জান্নাত এর মতন ছিল, খালার মতন ছিল ,ইমন ভাইয়ে মতন ছিল ।আম্মা নাকি আব্বাকে বলত এলান রাত এ অনেক খাবার খায় আব্বা আমার জন্য অনেক কিছু এনে দিত, বন্ধুদের সাথে মারামারি করে আম্মার নিকট নালিশ দিতে আসে থমকে দাঁড়াতাম কারন আম্মা নাই , আম্মা যখন মারা যায় সেই দিনের কথা কিছু মনে আছে ।আমি ছিলাম শিল্পী আপার বাসায় রাতের খাবার যখন খেতে বসলাম তখন আপার কেঁদে উঠে আমি কিছুই বুঝিনি । পরের দিন দেখলাম আম্মাকে মাটিতে শুইয়ে রেখে সবাই কান্নাকাটি করছে । আমি বললাম আম্মা ঘুমাচ্ছে । আমাকে সবাই বিস্কুট এটা সেটা দিতে থাকল । এক দিন আমি নাকি আম্মাকে কবর থেকে তোলে আনার জন্য কোদাল নিয়ে যাই । সব চেয়ে খারাপ লাগে আম্মা আমাদের কোন কিছু দেখে যেতে পারে নাই , আজ আমি কিছু ই লিখতাম না মা নিয়া ।। ফেসবুক এ মা দিবস নিয়া অনেক লিখা দেখে র চুপ থাকতে পারলাম না । আমার ফেসবুক ফ্রেন্ড এর মধ্যে যার মা নাই সে বুঝবে আমার কষ্ট আমি ও বুঝি তাদের কষ্ট , আজকে মা দিবস। ফেইসবুকের ওয়ালে "মা তোমাকে ভালবাসি।" স্ট্যাটাসে ভরে যাওয়ার দিন। যে মায়ের ফেইসবুকে কোন একাউন্ট নাই, তাকে ফেইসবুকে ভালবাসি বলে নিজেকে মহান সাজানোর দিন।

মাকে ফুল, কেক কিনে দিতে লজ্জা লাগে। তাহলে অন্তত একবার জিজ্ঞেস করে দেখুন, "মা, কিছু লাগবে?" মা হইত বাজারের বিরাট লিস্ট ধরিয়ে দিবে। হয়ত আপনার ঘরটা গোছাতে বলবে। যাই বলুক না কেন, অন্তত একটা দিন মায়ের জন্য কিছু করে দেখুন। আপনার স্ট্যাটাসে ১০০০ লাইক পাওয়ার চেয়েও বেশি আনন্দ পাবেন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

সুফিয়া বলেছেন: মাকে হারিয়ে আমারও বুকের খাঁচাটি শূণ্য হয়ে আছে। তাই সময় পেলেই মায়ের সাথে কথা বলি আনমনে।

Click This Link

২| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

খেয়া ঘাট বলেছেন: আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে ধৈর্য্য দিন, সাহস দিন, শান্তি দিন। আপনার মাকে আল্লাহ জান্নাতবাসি করুন।

৩| ১২ ই মে, ২০১৩ রাত ৮:১৬

আদনান মাননান বলেছেন: অনেক দূর থেকে আপনার মত মায়ের হাহাকার অনুভব করা এক ছেলের লেখা, পড়তে পারেন-http://somewhereinblog.net/blog/adnan_orko/29829637#c9896873

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.