নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোববার কোরিয়া সময় বেলা ১২টায় রাজধানী সউল হেহোয়া মেট্রো ষ্টেশন এর পাশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষ্কর্যের সামনে মিলিত হই । তার আগের রাত এ অনেক ফ্রেন্ড দের সাথে আলাপ করি ভাষ্কর্যের সামনে
তাদের কে পাই । এক এক জন করে অনেক জন মিলিত হই একটি ছোট্ট মেয়ে আমাদের সাথে যোগ দেয় । তার পর শুরু হয় আমাদের প্ল্যাকার্ড ও ফেস্টুন বানানোর কাজ যদি ও আগে থেকে অনেক কিছু প্রস্তুত ছিল । মির্জা সাইফুল কে অনেক মিস করি কারন তার কাজ থাকার কারনে আসতে পারে নাই , যাক তারপর প্রচণ্ড শীতের মধ্যে ভিতরে চাপা কষ্ট নিয়ে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত প্ল্যাকার্ড ও ফেস্টুন সহ শাহবাগ গণজাগরণ এর প্রতি সংহতি ও পূর্ণ সমর্থন জানাই এবং চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করি । আমার হাত এ ছিল "ALL WAR CRIMINALS SHOULD BE HANGED " নামক ফেস্টুন ,কোরিয়ান জনগণকেও কোরিয়ান ভাষায় বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করে লিফলেট প্রদান করা হয়। পরবর্তী কার্যক্রমের জন্য সবাই যাই বাংলাদেশ দূতাবাসে,সেখানে প্রথমে জাতীয় সংগীত গাওয়া হয় অনেক দিন পর সমাবেত জাতীয় সংগীত গাওয়া হল ।শাহবাগ গণজাগরণের প্রতি সংহতি প্রকাশ করে একটি স্মারকলিপি পাঠ করেন আশরাফ হোসেন রাসেল ভাই । তার পর স্লোগান দেই তুই রাজাকার .।তুই রাজাকার .।আজ শাহবাগের আন্দোলনকারীদের ডাকে তিন মিনিট নীরবতা কর্মসূচি পালন করলাম । আছি আমি চলমান শাহবাগ গণজাগরণে সাথে ও থাকব ইনশাল্লাহ।
©somewhere in net ltd.