নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফগানিস্তানে মানবিক সংকটের ওপর ভিত্তি করে BBC একটি প্রতিবেদন তুলে ধরে, যেখানে লাখ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তালেবান সরকার ২০২১ সালে ক্ষমতা গ্রহণ করার পর পরিস্থিতি আরো খারাপ হয়েছে। উক্ত প্রতিবেদনের প্রধান সমস্যাগুলো নিম্নে উল্লেখ করা হল:
1. অপুষ্টি ও শিশুমৃত্যু: ৩ মিলিয়নেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে, এবং শুধু একটি হাসপাতালে বিগত ছয় মাসে ৭০০ শিশু মারা গেছে।
2.তালেবান সরকারের কঠোর নীতি: তালেবানের নারীদের ওপর কঠোর নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক সহায়তার সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। নারীরা অনেক ক্ষেত্রেই সহায়তা প্রদানকারী সংস্থাগুলির সাথে কাজ করতে পারছে না, যা সংকটকে আরও গভীর করেছে।
3. আন্তর্জাতিক সাহায্যের ঘাটতি: যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো আফগানিস্তানের জন্য অর্থায়ন কমিয়ে দিয়েছে, যার ফলে গ্রামের সুষ্ঠু পুষ্টি কর্মসূচি বন্ধ হয়ে গেছে। এই ধরনের সহায়তা অব্যাহত থাকলে শিশুদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা সম্ভব হতে পারত।
4. হাসপাতালের চিত্র: হাসপাতালে শিশুমৃত্যুর হার খুবই বেশি, যেখানে এক শিশুর মৃত্যুর পর পরই আরেকটি শিশু সংকটে পড়ে। এই দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় কতটা সংকটাপন্ন পরিস্থিতি।
5. সমস্যার সমাধান: প্রতিবেদনে বলা হয়েছে যে, এই সমস্যার সমাধান হতে পারে মূলত প্রতিরোধমূলক পুষ্টি কর্মসূচি পুনরায় শুরু করা এবং অর্থায়ন বৃদ্ধি করা। তবে তালেবান সরকারের কারণে সহায়তা সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে।
উক্ত প্রতিবেদনটি আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করে এবং সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।
মুল প্রতিবেদন : Click This Link
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৪
প্রগতি বিশ্বাস বলেছেন: মাদক উতপাদন বন্ধ করতে পেরেছে সেটা অবশ্যই ভালো দিক কিন্তু অন্ধ বিশ্বাসের কোকেন কিন্তু তার ত্যাগ করতে পারে নাই।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৪
কাছের-মানুষ বলেছেন: এভাবে দেশ চলবে না! আফগানদের সৌদিদের-মত ধন সম্পদ নেই যে সরকার বসিয়ে বসিয়ে খাওয়াবে আর যেভাবে ইচ্ছে দেশ চালাবে, ক্ষোভ এমন পর্যায়ে যাবে, ভবিষ্যতে সেখানে মানুষ রাস্তায় নামবে একসময় তালেবানদের বিরুদ্ধে- তালেবানরা অস্তিত্ব সংকটে পড়বে!
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৬
প্রগতি বিশ্বাস বলেছেন: আপনার সাথে দ্বিমত পোষণ করার কোন সুযোগ নেই।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৬
শূন্য সারমর্ম বলেছেন:
দুনিয়াতে যত কস্ট,আখিরাতে তত শান্তি; তালেবান মগজ ঐভাবে পরিণত।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৬
প্রগতি বিশ্বাস বলেছেন: তা যা বলেছেন
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:২৬
এক্সম্যান বলেছেন: ২০ বছর সম্পদ লুটপাট তার পর একঘরে করে রাখা, এমন একটা দেশে এটা হওয়াই স্বাভাবিক।
তালেবানদের কঠোর নীতিও অনেকটাই দায়ী।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৭
প্রগতি বিশ্বাস বলেছেন: আমরা কি সেই রকম কঠোর নীতির দিতে এগুচ্ছি
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:০৮
আলচুদুরওয়ালবুদুর বলেছেন: "খেলাফত খেলাফত" বলে যারা সারাদিন গলা ফাটিয়ে চিল্লা-ফাল্লা করতেছে সেই খুলাপুৎ ওয়ালারা কই?
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৮
প্রগতি বিশ্বাস বলেছেন: আমাদের দেশের খিলাফতওয়ালার কিন্তু স্বোচ্ছা হয়েছে!
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৫৪
প্রহররাজা বলেছেন: দেশেও এ অবস্থা হতে পারে। নোবেল ইউনুস তালেবান দের পক্ষে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৮
প্রগতি বিশ্বাস বলেছেন: আচরণে তাই মনে হচ্চে!
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৮
নতুন বলেছেন: কট্টরপন্থা দিয়ে ভালো জিনিস আনা যায় না।
এরা মাদক উতপাদন বন্ধ করতে পেরেছে এটা ভালো দিক।
কিন্তু শিক্ষা, চিতিকসা, নারীর অধিকার এইগুলি ঠিক করতে এরা উদ্দোগ নেবেনা।