নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিশোর কবিতা
এই পথেতেই আসা তোমার
এই পথেতেই যাওয়া,
পথের মাঝে পথ হারালে
যাই কি তারে পাওয়া।
পথের পথিক হয়ে তুমি
পথ করোনা হেলা,
অসময়ে পথ চলিলে
পথেই যাবে বেলা।
পথ যে তোমার পথের পথিক
পথ যে তোমার ভেলা,
বিপথে তে পথ চলিলে
দু:খ পাবে মেলা।
পথকে কর পথের সাথী
পথ কে নিও ভালে,
পথের মাঝে পথ খুঁজিও
পথ হারানোর কালে।
পথে তোমার জীবন শুরু
পথেই তোমার মরণ;
পথের মাঝে বিপদ হলে
পথকে কর স্মরণ।
পথ যে তোমার আপন মাঝি
পথ যে তোমার নাও;
পথকে তুমি জিজ্ঞাসিও
ঝড় আসিলে তাও।
মাঝ দরিয়াই ঢেউ আসিলে
পথ যদি না পাও;
পথের মাঝেই আঁকড়ে ধর
শক্ত হাতে নাও।
পথ মাঝিকে সঙ্গে রেখো
পথের বসন পরে;
পথের মাঝে সাহস রেখো
পৌঁছাবে ঠিক শরে।
©somewhere in net ltd.