নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা একটা গল্প, কৈশোরের দুয়ারে দাঁড়িয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে আকাশ দেখার গল্প
তখন-
ধ্রুব আকাশের দিকে তাকিয়ে দেখি কয়েকটি শুভ্র তারা-
নীলিমার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে।
আমার কাছে মনে হয়েছিল আকাশটা অনেক ছোট,
যেখানে শুধু নীলেরা নীলিমা ছড়ায়।
সন্ধ্যায় যখন মা কেরোসিনের আলো জ্বালতো-
আকাশ তখন ওর বুকে জোনাকি জ্বেলে দিত।
ভাবতাম আকাশ বোধ হয় জোনাকির মা।
একদিন খুব অভিমান হয়েছিল-কার উপরে জানিনা
শুধু মনে পড়ে-
আকাশ তুমি ছোট কেন, তোমাকে এত সুন্দর দেখায়,
তোমার সন্তানেরা কি সুন্দর আলো দেয়, সে আলোয়-
মায়াবী অন্ধকার নেমে আসে, ঠিক আমার মায়ের মত।
আমি তোমার বিশালতাকে দেখতে চাই, তোমার ছাউনির
নিচে আমি সমগ্র ধরণীকে নিরাপদ দেখতে চাই।
কিন্তু আকাশ, তুমি এত ছোট কেন?
আমার খুব রাগ হতো আকাশটার উপরে, ওটা ছোট্ট বলে
একদিন মাকে জিজ্ঞেস করলাম-
মা আকাশ অত ছোট কেন, ও শুধু কয়টা তারা বুকে বড় করছে।
আমি সেদিন আবিষ্কার করলাম, আমি অনেক বোকা,
না আমার মা বলেনি যে আমি বোকা, আমার মায়ের হাসি বলেছিল।
মা বলেছিল-
তোর জানালা যে ছোট, তাই তোর দেখা আকাশটাও ছোট।
যা পাগল বাইরে যা,
আকাশ দেখতে হলে তো আকাশের নীচে যেতে হয়,
তখন দেখবি আকাশ কত বড়।
মায়ের কথায় সাঁঝের বেলায়-
দরজার চৌকাঠ পাড়ি দিলাম, মা হাত ধরে নিয়ে গেলো
আমি আর মা আর আকাশের বুকে তারা।
মা দেখো দেখো কাল কি ভেসে বেড়াচ্ছে আকাশের বুকে
ওটা কাল মেঘ, আকাশে প্রায় কাল মেঘ জমে, মা বল্ল।
আমার মনটা ভারি হয়ে গেলো, আকাশের বুকে কাল আকাশ
মায়ে হাত থেকে হাত ছাড়িয়ে মাকে বললাম মা-
আমি আরও বড় আকাশ দেখবো আরও বড় আকাশ, মেঘ মুক্ত আকাশ।
শরতের কোন সন্ধ্যায় মা আমাকে মস্তবড় আকাশ দেখালো।
আমি এখন আমার মেয়েকে আকাশ দেখাই
জানালা দিয়ে ছোট কোন আকাশ নয়-
ছাদের উপর খোলা বড় আকাশ।
আজ আমার আকাশ বড়, আমার মেয়ের আকাশ বড়,
মায়ের বড় আকাশ ছোট হয়েছে সময়ের অনুশাসনে,
তবুও আজও আমার মা আকাশের চেয়ে বড় মমতার -
ছাউনি দিয়ে রেখেছে আমার মাথার উপর।
আমার স্বপ্নরা আজ আকাশে ভাসছে,
মাকে বড় আকাশ দেখানোর স্বপ্ন।
আকাশ তুমি আর বড় হও, আমার মায়ের মত বড় হও
মাকে যে বড় আকাশ দেখাবো।
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০২
প্রগতি বিশ্বাস বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৬
তৌহিদ রিজন বলেছেন: ভালো লিখছেন
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৩
প্রগতি বিশ্বাস বলেছেন: আপনার জন্য অনেক শুভকামনা রইলো
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১০
প্রগতি বিশ্বাস বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসম্ভব সুন্দর লিখেছেন।