নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহ: (দ্বিতীয় পর্ব)

২৮ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

প্রথম সংশোধনী: ১৭ জুলাই, ১৯৭৩
সংবিধানের প্রথম সংশোধনী বিল পাস হয় ১৯৭৩ সালের ১৫ই জুলাই। ১৭ই জুলাই রাষ্ট্রপতির অনুমোদন পায়।
এ সংশোধনীর মূল কারণ ছিল গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য আইন তৈরি এবং তা কার্যকর করা।
আইনমন্ত্রী মনোরঞ্জন ধর বিলটি সংসদে উত্থাপন করেন। ২৫৪-০ ভোটে বিলটি পাস হয়। তিনজন সদস্য ভোটদানে বিরত থাকেন। পরে এটি ১৯৭৩ সালের ১৭ই জুলাই রাষ্ট্রপতির অনুমোদন পায়।
এ সংশোধনীর মাধ্যমে ৪৭ অনুচ্ছেদে (২) দফার পরে (৩) দফা এবং ৪৭ক অনুচ্ছেদ সংযোজন করা হয়। সংবিধান (প্রথম সংশোধন) আইন, ১৯৭৩ (১৯৭৩ সনের ১৫ নং আইন)-এর ২ ধারাবলে দফা (৩) এবং ৩ ধারা বলে ৪৭ক সংযোজিত হয়।

দ্বিতীয় সংশোধনী: ২২ সেপ্টেম্বর, ১৯৭৩
১৯৭৩ সালের ২০ই সেপ্টেম্বর সংবিধানের দ্বিতীয় সংশোধনী বিল পাস হয়। ২২শে সেপ্টেম্বর এটি রাষ্ট্রপতির অনুমোদন পায়।

গোলযোগ বা বহিরাক্রমণে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বাধাগ্রস্ত হলে ‘জরুরি অবস্থা’ ঘোষণার বিধান চালু করা হয় এই সংশোধনীর মাধ্যমে। নিবর্তনমূলক আটক, জরুরি অবস্থা ঘোষণা ও এ সময় মৌলিক অধিকারগুলো স্থগিতকরণ সম্পর্কে প্রথমদিকে সংবিধানে কোনো বিধান ছিল না। এ সংশোধনীর মাধ্যমে বিধানগুলো সংযোজন করা হয়।

আইনমন্ত্রী মনোরঞ্জন ধর বিলটি সংসদে উত্থাপন করলে ২৬৭-০ ভোটে তা পাস হয়। সংসদের বিরোধী দল ও স্বতন্ত্র সাংসদরা বিলটি পাসের সময় সংসদ থেকে ওয়াকআউট করেন।

এই সংশোধনীর দ্বারা অনুচ্ছেদ ২৬ এর (২) দফার পর (৩) দফা সংযোজন করা হয়। অনুচ্ছেদ ৬৩ এর (২) ও (৩) দফা বিলুপ্ত করা হয়। ৭২ অনুচ্ছেদ সংশোধন ও নবম-ক ভাগ জরুরী বিধানাবলী অনুচ্ছেদ ১৪১ক, ১৪১খ, ১৪১গ সংযোজন করা হয়।

সংবিধান (দ্বিতীয় সংশোধন) আইন,১৯৭৩(১৯৭৩ সনের ২৪ নং আইন)- এর ২ ধারাবলে অনুচ্ছেদ ২৬ এর (২) দফার পর (৩) দফা সংযোজিত। ৪ ধারাবলে অনুচ্ছেদ ৬৩ এর দফা (২) ও (৩) বিলুপ্ত এবং ৬ ধারাবলে নবম-ক ভাগ সংযোজন করা হয়।

বাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহ: (প্রথম পর্ব)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.