নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সেকি অন্য তত্ত্ব মানে, মানুষতত্ত্ব যার সত্য হয় মনে\"

আজব লিংকন

শব্দ দাও অথবা মৃত্যু

আজব লিংকন › বিস্তারিত পোস্টঃ

অহমিকা

০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১০:০১

অহমিকা একটা শ্বেত পাথরের মূর্তি
দেয়ালে ঝুলে থাকা ক্রুশবিদ্ধ যিশু
তোমাদের বারবার মনে করিয়ে দেয়
মৃত্যুর কাছে তোমারা কতটা অসহায়।।

শত শত বৃক্ষের গোরস্তানে গড়া প্রাচুর্য
তোমারা বলো নগর আমি বলি নরক।
তোমাদের কাছে যা সফলতার ঘ্রাণ
আমরা কাছে পঁচে যাওয়া মানুষের গন্ধ।।

পবিত্র কিতাবে লেখা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ
তবে তোমাদের কিসের শ্রেষ্ঠত্বের লড়াই?
ট্যাংক কামান গোলা দাগিয়ে কেন
নিষ্পাপ শিশুর রক্ত ঝরাই?

ঈশ্বর এক।
মানুষের তৈরি নানান ধর্ম।
মানুষ না থাকলে কিসের ঈশ্বর?
কিসের ধর্মের কর্ম?

মানুষে ঈশ্বর মানুষে শয়তান
মানুষে খোদা মানুষে ভগবান।
মানুষের পৃথিবীতে এখন শুধু মনুষ্যত্ব নাই
মানুষ নামের অমানুষ বলে মানুষে খোদা নাই।
মিথ্যা জিহাদ মিথ্যা সংগ্রাম মিথ্যা ধর্মের বড়াই
আমার ভিতরে শয়তান তার সাথে হোক লড়াই।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ১০:১০

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ বেশ

০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:০৩

আজব লিংকন বলেছেন: শুভ সকাল।
মন্তব্যের জন্য ধন্যবাদ লিটন ভাই।
আপনার দিনটি শুভ হোক।।

২| ০৬ ই অক্টোবর, ২০২৪ ভোর ৪:১০

Salina Alam বলেছেন: আর শয়তানের সাথে লড়াইয়ে জিতে
আমাদের জান্নাতে যেতে হবেই হবে ভাই
জান্নাত নয় জাহান্নাম মাঝখানে আর
বেছে নেবার কোন অপশন নাই।

০৭ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:০৮

আজব লিংকন বলেছেন: হ্যাঁ বোনি। অপশনের শেষ নাই। ঈশ্বর অশেষ অপশন আমাদের জন্য রেখেছেন। শুধু অন্বেষণের সময় আমাদের নাই।

অদেখা স্বর্গের আগে নিজ চোখে দেখা পৃথিবীকেই আমি স্বর্গ হিসেবে দেখতে চাই। পৃথিবীকে স্বর্গ হিসেবে গড়তে চাইলে যে পুণ্যের কামাই হবে তাতেই পরকালের জন্য জান্নাত কনফার্ম।

মুরুব্বির মতে দুনিয়া নাকি টিকিট কাউন্টার। ৮টি জান্নাত আর ৭টা জাহান্নামে গাড়ী স্ট্যান্ড বাই পজিশনে রয়েছে। পাপ পুণ্য যার অর্থ তহবিল।

টিকিট কাউন্টারে বাইরে নিম্নোক্ত প্যাকেজ ঝুলিয়ে রাখা হয়েছে।

৮টি জান্নাতের বুকিং চলছে
১)জান্নাতুল
ফেরদাউস
২) দারুস সালাম
৩) দারুল খোলাদ
৪) দারুল মোকাত
৫)জান্নাতুল মাওয়া
৬) জান্নাতুন নায়ীম
৭) জান্নাতের আদন
৮)দারুল আকার।

৭টি জাহান্নামের বুকিং চলছে
১)সাঈর
২) লাজা
৩) ছাক্কার
৪) জাহীম
৫) জাহান্নাম
৬) হাবিয়া
৭) হুত্বামা।

চয়েজ ইজ ইয়োর্স।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.