নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখনই তার চোখে তাকাই
ভালোবাসায় অতলে হারাই।
তবুও সে বলে আমায়,
আমার প্রতি তোমার অনুভূতি কী?
বাকরুদ্ধ- ভেবে বলি,
আচ্ছা বলতো, অনুভূতি কী চোখে দেখা যায়?
মুখে বলা যায়? নাকি ছুঁয়ে দেখা যায়?
সে বলে,
তবে কেনও আমার চোখে চেয়ে থাকো তুমি?
কি খোঁজো? কি পাও?
কি পাও আমার চোখের পানে তাকায়?
বলি-
অনুভূতি সে তো অনুভবে থাকে।
সে তো অন্তরে আসে,
শূন্যতে ভাসায়; অসংখ্য ভাষায়;
যেখানে আমাদের সকল অভিব্যক্তি হারায়।
তবুও-
শেকড় যতটা মাটির গভীরে,
অগ্নিগিরি যতটা উত্তপ্ত লাভাতে।
অরণ্য যতটা সবুজ, নভোমণ্ডল যতটা নীল।
পর্বত যতটা কঠিন শক্ত, জলধি যতটা গভীর।
ঠিক ততটাই- ততটাই তোমার কাছাকাছি আমি।
ঠিক ততটাই- তোমার জন্য আমার অনুভূতি গভীর।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৪৮
আজব লিংকন বলেছেন: নোটিফিকেশন নামক বস্তুটা আমার কাছে কেন জানি কাজ করছে না। আপনার লাস্ট পোস্টে আমার মন্তব্যে আপনি আমাকে রিপ্লাই দিয়েছিলেন। নোটিফিকেশন পায়নি বলে দেখাই হয়নি। আজ দেখলাম। আপনার মন্তব্য পেয়ে বেশ ভাল লাগলো। থ্যাঙ্ক ইউ।
২| ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৪
মিরোরডডল বলেছেন:
ঠিক ততটাই- ততটাই তোমার কাছাকাছি আমি।
ঠিক ততটাই- তোমার জন্য আমার অনুভূতি গভীর।
বাহ! লিংকনতো বেশ লেখে।
আগে কখনও পড়েছি বলে মনে পড়ছে না।
পড়তে হবে।
০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৯:২৩
আজব লিংকন বলেছেন: সো কাইন্ড অফ ইউ।
থ্যাংক ইউ সো মাচ ফর ইওর অ্যাপ্রিসিয়েশন।
৩| ০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৮
জুল ভার্ন বলেছেন: খুব ভালো লেগেছে- আপনার কবিতা!
০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৪
আজব লিংকন বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাই।
৪| ০২ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন একটা কবিতা
০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১০:০৫
আজব লিংকন বলেছেন: থ্যাংক ইউ ছবি আপা।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৫৫
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: কবিতায় প্লাস। ++