নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ছাত্রলীগের অপরাধের বিচার করে ফেঁসে গেল আওয়ামী লীগ?

২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৪

ব্যক্তির দায় সংগঠন কেন নেবে? এখন ক্ষমতা আপনাদের হাতে সবার বিচার করেন৷ যেই ইস্যুতে ছাত্রলীগ ব্যান করসে সেই ইস্যুতে একটা পার্টি ও জীবিত থাকবে না৷ একটাও না৷ তাহলে দেশে থাকবে কি? আইনের শাসন কায়েম করেন৷ সবার বিচার করেন৷ সংগঠন সোজা হয়ে যাবে৷
একটা সংগঠন কখন ব্যান করা যায়? সেই সংগঠন এর গঠনতন্ত্র যদি দেশীও সংবিধান বিরোধী হয়৷ যদি স্বাধীনতা বিরোধী হয়৷ যদি মৌলবাদি গ্রুপ হয়৷ এখন এর কোনটার মধ্যে কি ছাত্রলীগ আছে? প্রজ্ঞাপণে বলে হলো, ছাত্রলীগ নেতাদের অনেক ক্রাইম আদালতে প্রমাণ হয়েছে। কোন গুলা?
বিশ্বজিত, আবরার হত্যাকান্ড, সিলেটের ধ *র্ষন কান্ড, আরও অনেক অপরাধ, এগুলার বিচার করেছে হাসিনা৷ এবং এগুলো আদালতে প্রমাণ করেই ফেসে গেল আওয়ামী লীগ? আদালতে প্রমাণ হওয়ায় এই অযুহাতে ছাত্রলীগ ব্যান।
তাহলে কি হইলো? বাংলাদেশে ২০০১-২০০৬ ছাত্রদল অনেক অপকর্ম করসে কোনটার বিচার করেনাই জোট সরকার৷ আওয়ামী লীগ ন্যায় বিচার নিশ্চিত করেই কি তবে ফেসে গেলো? মানে বিচার করলেও সংগঠন নিষিদ্ধ হবে?

তাহলে বৈষম্য বিরোধী ছাত্র রা ১৫ আগস্ট পিটিয়ে যুবলীগ নেতাকে হাসপাতালে পাঠিয়েছে, পরে সে শুনলাম মারা গেছে৷ কাদের মির্জার গাড়িতে হামলা করেছে। কোনো মিডিয়ায় আসেনাই৷ এমনকি নিউজ টা কি ভুয়া তাও ক্লিয়ার করেনাই৷ তার মানে আসলেই মারা গেসে৷ ১৫ আগস্টে শতাধিক লোক কে পিটাইসে, নগ্ন করেছে, নারীদের গায়ে হাত দিসে৷ এগুলো সন্ত্রাসী কাজ না? তারপরে গত পরষু মহামান্য রাষ্ট্রপতির বাড়ির সামনে আন্দোলনে ২৫ জন পুলিশ আহত করেছে তার মধ্যে একজন গুরুতর। তাহলে তারা কেন ব্যান হয় না? কেন হয় না? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সরকারের লেজুর বৃত্তি ছাত্র সংগঠন পুলিশের ওপর হামলা করলো। এটার বিচার কেন হবেনা?সেই হিসাবে তোফাজ্জল হত্যার জন্য পুরো ঢাবি কে সন্ত্রাসী বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হউক। এখন আবার বইলেন না ব্যাক্তির দায় বিশ্ববিদ্যালয় নেবে কেন!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ছাত্র লীগ ৭ মিনিটের কান্ডের কথা বলেছে। এক ঘন্টার কান্ডের কথা বলেছে। পারলে তারা গনেশ উল্টে দেক। সসকার মনে হয় সাপের লেংগুর দিয়ে কান চুলকাচ্ছে। তারা যা করছে তা’ তারা করছে নিজেরা থাকার জন্য। মনে হচ্ছেঁ তাদের অনেক সাহস।

২| ২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

শিশির খান ১৪ বলেছেন: আহারে বেচারা মন খারাপ করছে ,থাক মন খারাপ কইরো না আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমন নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন বন্ধ না কইরা উপায় আছে ? নিশ্চিত থাকো এই অন্তর্বর্তী সরকার তিন বছর ক্ষমতায় থাকবে তারপর বি এন পি ক্ষমতায় আসবে আরো পাঁচ বছর ক্ষমতায় থাকবে এতো দিনে তোমাদের নেত্রীর স্বাভাবিক মৃত্যু না হইলে বয়স হবে নব্বই ওই বয়সে হাটার শক্তিও থাকবে না। উনার ছেলে তো ঠিক মতো বাংলা উচ্চারণ করতে পারে না। সারা দিন আমেরিকাকে গালি দেয় কিন্তু থাকে আমেরিকাতে ওরে দিয়া রাজনীতি হবে না। এই দল ছাইরা অন্য কোনো দলে যোগদান করো এদের তো কোনো ভবিষৎ নাই। দেখো না আওয়ামীলীগ এর নেতা নেত্রীরা শেষের দিকে কিভাবে পাগলের মতো শত শত কোটি টাকা পাচার করছে। পাগল ও নিজের ভালো বুঝে তুমি বুঝবা কবে ?

২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

আহসানের ব্লগ বলেছেন: সোনা সরে গেধে তোমার অবস্থা ১৪ মানে চৌদ্দ হয়ে যাবে। বেশী লাফাইয়োনা।

৩| ২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৫

প্রহররাজা বলেছেন: সেনারা কত দিন ইউনুস আর শিশুদের পাহাড়া দিয়ে রাখবে? মনে হয় না সেনা সরে গেলে পুলিশ এদের আগলিয়ে রাখবে।

৪| ২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

কামাল১৮ বলেছেন: পুলিশ মার খেয়েছে সেনার কারনে।শেখের মুর্তি ভাংগতে সেনারা সাহায্য করেছে।এবং সেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে সেনারা।তাও পাঁচ ঘন্টা সময় দিয়েছে।একদিন সব ইতিহাস বের হয়ে আসবে।

৫| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৯

ইলি বলেছেন: অপরাধ অন্যায় চাপা থাকেনা বেরিয়ে আসবেই এই সরকার যাক দেখবেন তাদের অপরাধ ও পাপের আমল নামা এই ব্লগেই পড়তে পারবেন। আর দেশের যে অবস্তা ৩ মাস বাদে সব ফকফকা দেকতে পারবেন সবাই। ধন্যবাদ।

৬| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫১

আমি নই বলেছেন: যখন শিবিরকে নিষিদ্ধ করা হয়াছিল তখনই অনেকে (এই ব্লগেও) বলতেছিল লীগ নিজেই ছাত্রলীগকে নিষিদ্ধ করার পথ দেখিয়ে দিল। বর্তমান সরকার একই আইনেই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। সুতরাং শিবিরের নিষিদ্ধকরন আপনার ভাল লেগে থাকলে ছাত্রলীগকে নিষিদ্ধকরনেও ভাল লাগা উচিৎ।

সকল প্রকার ছাত্ররাজনীতি ব্যান করতে পারলে সবচাইতে ভাল হত। আমরা সাধারন জনগন চাইনা আমাদের সন্তানরা ছাত্ররাজনীতি করুক। পয়দা করব আমরা, বড় করব আমরা, আর বিশ্ববিদ্যালয়ে গেলে কুলাংগাররা জোর করে আমার সন্তানকে ছাত্ররাজনীতি করতে বাধ্য করবে, সন্ত্রাসী কর্ম করতে বাধ্য করবে, এটা আমি চাইনা। বিশ্ববিদ্যালয় পড়াশুনার যায়গা, সন্ত্রাসী বানানোর যায়গা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.