নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
ছাত্রলীগ নিষিদ্ধ এটা বড় ইস্যু নাকি নারীদের কোটা নাই এটা বড় ইস্যু? আমি জীবনে একটাই চাকরীর পরীক্ষা দিয়েছি, হল রুমে ৫ জন মেয়ে আর প্রায় ২০ জনের মতন ছেলের উপস্থিতি ছিল। বাংলাদেশে অর্ধেকের বেশী মেয়ের উচ্চ মাধ্যমিকেই বিয়ে হয়ে যায়। তারপরে আরও আছে স্নাতক পর্যন্ত যেতে যেতে প্রায় সবাই ই সংসারি হয়ে যায়। বাকী থাকে দেশের বিদ্যাপিঠ খ্যাত বিশ্ববিদ্যালয় গুলো। এখন আমাকে বলেন ১০ টা চাকুরীর নিয়োগের পরীক্ষা ২০ জনে ১৫ জন যদি পুরুষ থাকে তাহলে কয়টা নারী চাকুরী পাবে? এখানে কোটা আন্দোলনের ফল নারী কোটা না থাকায় ক্ষতি বড় বিশ্ববিদ্যালয় গুলোর নারী শিক্ষার্থীদের কোন ক্ষতি হবেনা। কোন না কোন চাকরী হয়েই যাবে। তাহলে গ্রামে গঞ্জের শত লাখো বাধা পার হওয়া সল্প সুবিধা প্রাপ্ত নারীদের কী হবে? প্রাথমিকে ৬০ শতাংশ নারী কোটা থাকায় আমরা দেখেছি শিক্ষিত ডিভোর্সী হাজারো দুস্থ নারীদের একটা ব্যবস্থা হয়েছে, আজকে সেটাও আর নাই। মূলত গত কয়েক বছর ধরেই চাকুরীতে নারী কোটা বিরোধী ন্যারেটিভ মৌলবাদি একটা পক্ষ অনলাইনে প্রতিষ্ঠিত করেছে। তাদের যুক্তি নারী চাকুরী পেলে একা থাকে, স্বামীকে ছেড়ে দেয়, সংসার করেনা, পরিবারের দায়িত্ব নেয় না। এই যুক্তিতে একটা পক্ষ নারীদের আবার বাল্য বিবাহের কড়াল থাবায় পাঠিয়ে দিল। যাই হউক, দেশেরে অর্থনীতির অবস্থা অনুযায়ী শুধু এক পুরুষের ইনকামে পরিবার চালানো সম্ভব না। এটা শহুরে জেন জি প্রজন্ম বুঝেবেনা। তাহলে বাল্য বিবাহের শিকার বালিকারা কি করবে? ধরলাম ৩০% পুরুষ একার খরচে সংসার চালাতে পারবে। তাহলে বাকীরা কি করবে? চিন্তা নাই তার একটা সমাধান দিচ্ছি নিচে। তার আগে আপনাদের একটা কথা বলি, আমি খুব গরিব পরিবারে বড় হয়েছি। আমার বাবা একা কাজ করায় আমাদের ভাতের মাড় খেয়েও পেট ভরতে হয়েছে। শত শত দিন মা না খেয়ে আমাদের দু ভাই বোন কে ভাত খাইয়েছেন যা এখন বুঝি ছোট বেলায় মা বুঝতে দেয় নাই। এখন দেখেন একটা পনিবার একা অর্থায়নে চলেনা। সম্ভব না বেশীর ভাগ পরিবাররে কাছে। তবে ভাগ্য ক্রমে যাদের বাবা মা অনেক জমি রেখে যায় তারা এই সমস্যা বুঝবেনা।
মোট কথা আপনি অর্ধেক জনগোষ্ঠিকে বেকার রেখে কোনদিন উন্নতি করতে পারবেন না। তাহলে আমাদের জেন জি প্রজন্ম -এর কি হবে? দেশেরে অর্থনীতির অবস্থা খারাপ থাকলে, আইফোন সহ সকল বিলাসী পন্য আমদানী হবে কি করে?
আরে টেনশন করবেন না। আমাদে বিক্রি করার মতন পেট্রলিয়াম তেল না থাকলে কি হবে? আমাদের আছে কোটি খানেক বেকার রক্তে মাংসের নারী। যারা ১৪ ঘন্টা মেশিন চালিয়ে আপনার রিজার্ভ ট্যাংক ফুল রাখবে। আর নয়তো রান্না ঘরে রান্না করবে।
শেখ হাসিনা একবার বলেছিল, কোটা ছাড়া একটা মেয়েও ফরেন ক্যাডারে টেকে নাই। এখন বলেন তাহলে আর মেয়েদের করার আছে টা কী?
এবার কিছু রেডিটর, সামু ব্লগার এবং ফেসবুকার ভাই বোন এই নিয়ে আমাকে অনেক জ্ঞানগর্ভ কথা শোনাবেন। “চাকুরী হবে মেধা যাচাই করে।” অন্য কিছু না।
আপনার দুইটা সন্তান একটা একটু কম লেখা পড়া করে অথবা বোঝে কম। আরেক জন সব কিছুতে এ প্লাস। এখন ভরন পোষন দেয়ার সময় কি আপনি মেধা যাচাই করেন। ঠিক সেভাবে রাস্ট্র হচ্ছে মা, অভিভাবক। একজন অভিভাবক চাইবে রাস্ট্রের সকল সুবিধা সব কমিউনিটিতে ছড়িয়ে পড়ুক। তো রাস্ট্র সেটাই করবে। সত্যিকারের মেধাবী রা কি চাকুরীর জন্য আটকে থাকে? আমার জানা নাই।
পরিশেষে নারী কোটা নাই মানে, সবদিক বিবেচনা করে গ্রামের মুরুব্বীরা আবার বাল্য বিবাহের ছায়ায় চলে যেতে পারেন। অলরেডি শোনা যাচ্ছে অনেক বেশী বেড়ে গিয়েছে। শহুরে বড়লোক নারীরা যতদিন না এই বিপদ উপলব্ধি করতে পারেন, আমাদের অনেক দেরী হয়ে যাবে।
২| ২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১১
আমি নই বলেছেন: ১৮র কোটা আন্দোলন এবং ২৪র কোটা আন্দোলন কোনোটাতেই তারা কোটা বাতিল চায়নি, চেয়েছিল যৌক্তিক সংস্কার। কিন্তু আপনারাতো তখন দেশের মালিক ছিলেন তাই দম্ভ, অহংকারে দেশের ভারাটিয়াদের কথা শোনার সময় ছিলনা আপনাদের। আর আজকে যে নারী কোটা নিয়ে পোষ্ট দিলেন এটা নিয়েও তখন আপনাদের মাথা ব্যাথা ছিলনা, আপনাদের একমাত্র তপস্যা ছিল অযৌক্তিক নাতি-পুতি কোটা।
পিছিয়ে পরা জনগোষ্ঠী, নারী, প্রতিবন্ধীদের অবস্যই যৌক্তিক কোটার প্রয়োজন আছে। অযৌক্তিক ভাবে একই পরিবার থেকে যেন বার বার কোটা সুবিধা না পায় সেদিকে কড়া নজর রেখে যৌক্তিক কোটা নিয়ম মেনে চালু করা উচিৎ।
২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৩
আহসানের ব্লগ বলেছেন: পিছিয়ে পরা জনগোষ্ঠী, নারী, প্রতিবন্ধীদের অবস্যই যৌক্তিক কোটার প্রয়োজন আছে।
মুখে বললেই হবে? এখন ক্ষমতায় কারা? ঠিক করছেন না কেন?
৩| ২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৬
আমি নই বলেছেন: লেখক বলেছেন: পিছিয়ে পরা জনগোষ্ঠী, নারী, প্রতিবন্ধীদের অবস্যই যৌক্তিক কোটার প্রয়োজন আছে।
মুখে বললেই হবে? এখন ক্ষমতায় কারা? ঠিক করছেন না কেন?
ক্ষমতায় আমি নাই জনাব। আমি দেশের নাগরিক। আপনার আর আমার মধ্যাে পার্থক্য হল আপনি দলকানা, আমি দলকানা নই।
লীগ দেশের উপর, নাগরিকের উপর চরম মাত্রার অন্যায় করেছে তার শাস্তী তাদের প্রাপ্য, এনারা অন্যায় করলে এনারাও শাস্তি পাবেন, সিম্পল।
৪| ২৫ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২০
সোনাগাজী বলেছেন:
চাকুরী হবে কোমলমতিদের লিষ্ট অনুসারে।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪২
সৈয়দ কুতুব বলেছেন: নারী কোটা ১০% রাখা উচিত ছিলো। মেয়েদের দিয়ে আন্দোলন করিয়ে মেয়েদের বাশ দিলো।