নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
লোন নেয়া ছাড়া দুনিয়ার কোন ইকোনমী ফাংশন করেনা। হাসিনা লোন নিয়েছে যেমন সমর্থন করি বর্তমান সরকার বিরাট আকার লোন নিচ্ছে তাও সমর্থন করি। এখন দেখার বিষয় লোন নিয়ে দেশ গুলো কি করেছে? উন্নয়ন করলে তা জিডিপিতে অবদান রাখে, কর্মসংস্থান হয় লোন ঠিক ই শোধ হয়। বাংলাদেশ এখনো কোন লোন ডিফল্ট হয়নাই। উপদেষ্টা সাহেব নিজে বলেছেন আমাদের অবস্থা এতো খারাপ না। তারপরেও অনেকে সহ ব্লগার এই ইস্যুতে কষ্ট পাচ্ছেন। শেখ হাসিনা যাওয়ার সময় ২৬ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে গিয়েছেন।
তবে এখন শেয়ার বাজার এবং প্রকল্পের ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আমাদের সবার দলমত নির্বিশেষে চোখ রাখতে হবে সমালোচনা করতে হবে। অনভিজ্ঞ এই সরকারের সাথে ছলনা করে যেন কেউ সাগর চুরি করতে না পারে সে দিকে নজর রাখতে হবে।
উপদেষ্টা সাহেবের কথার পরেও যদি আপনারা আমার সাথে একমত না হতে পারেন দয়া করে উপদেষ্টা সাহেবকে পদত্যাগ করতে বলাই যেতে পারে। কারণ এই স্টেটমেন্ট টা ফ্যাসিবাদের ফেভারে চলে গেলনা প্রিয় ব্লগার?
১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১০
আহসানের ব্লগ বলেছেন: মি ঢালাল, প্রুভ দেন। বানায়া কথা কয় হাগলেরা।
১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
আহসানের ব্লগ বলেছেন: এতোগুলো মেগা প্রজেক্ট কিভাবে হইলো? জামাত বিএনপি করলে কানা হইতে হয় নাকি? সমন্বয়ক দের চাটা বন্ধ করেন। চাটা কোথাকার।
১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
আহসানের ব্লগ বলেছেন: আর লোন নিলে সরাসরি ডলার দেয় নাকি পাকিস্তানের দালাল সাহেব? অর্থনীতি সম্পর্কে নাই জ্ঞান আইসে আরেক জনরে দালাল বলতে। বেশীর ভাগ লোন নেয়া হইসে মেগা প্রজেক্ট করতে, জাইকা আর বিশ্ব ব্যাংকের টাকা পাচার এতা সোজা? প্রকল্প আগায় আর একটু একটু ঋণ ছাড়ে। ভাব খানা এমন নিলাম আর খাইলাম। বকলম।
২| ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
জ্যাকেল বলেছেন: মিঃ অন্ধ গোলাম, শুনেন ১০০ বিলিয়ন ডলার আমাদের ঋণ। এক সেটেলাইট প্রজেক্ট করতে ভারতের যেখানে লাগে ৩০ কোটি টাকা সেখানে আমাদের লাগিত ৩ হাজার কোটি টাকা।
সামান্য বালিশের দাম ৫০০ টাকা (ভাল মানের) সেখানে হাসিনা কিনে লাখ টাকায়।
এক পিসির দাম ২০ হাজার হাসিনার কৃষি অফিস কিনে ২ লাখ টাকায়।
লিস্টের শেষ নাই, দালালদেরও লজ্জা নাই।
কি আর করা যেটা ভাল মনে করেন সেটা করেন।
১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
আহসানের ব্লগ বলেছেন: আরে পাদা ( পাকিস্তানের গোলাম) খালের ওপর তৈরী ভুপেন হাজারিকা সেতুর সাথে তুলনা হচ্ছে। এইতো লেজ দেখা যাচ্ছে।
৩| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০২
আহা রুবন বলেছেন: যারা লোন দেয় তারা হিসেব করেই লোন দেয়। যার পরিশোধ করার সামর্থ্য থাকে সেই-ই লোন পায়। কিছু মানুষ লোন শুনলেই লাফায়।
৪| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২১
শিশির খান ১৪ বলেছেন: এখন কি করবেন আগামী পনেরো বছর এগুলা বইলা নিজের মনকে সান্তনা দেন। সিঙ্গাপুরে এস আলম যে টাওয়ার পর টাওয়ার কিনছে সেটা মনে হয় দেখেন নাই আপনাদের প্রাক্তন ভূমি মন্ত্রী যে খালি লন্ডনেই ৫০০ বাড়ি কিনা বইসা আছে সেটা মনে হয় জানেন না। আপনাদের ব্যাবসায়িক উপদেষ্টা সালমান এফ রহমান এক জনতা ব্যাংক থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণখেলাপি সেটা মনে হয় শুনেন নাই। চট্টগ্রামে বঙ্গবন্ধ টানেল বানাইছেন প্রতি দিন ৪০ লক্ষ টাকা লোকসান বঙ্গবন্ধু স্যাটেলাইট পনেরোশো কোটি টাকা দেওয়া লাগবে এখন পর্যন্ত এক টাকাও লাভ হয় নাই আপনাদের কীর্তিকলাপ বলা শুরু করলে পৃষ্টার পর পৃষ্টা ভোরে যাবে। এটা অনভিজ্ঞ সরকার বলে কি ?
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৭
আহসানের ব্লগ বলেছেন: মানে আপনাদের যা গেলায় তাই আপনারা গেলেন। এতটুকু বোধ জ্ঞান নাই? এস আলম এর ২ লাখ কোটি টাকার ব্যবসা দেশে, বাইরের দেশের ব্যবসায়ী রা দেশে ব্যবসা করতে পারলে আমাদের দেশের ব্যবসায়ী রা পারবেনা কেন? ওই ব্যবসা থেকে প্রাপ্ত টাকা দেশেই তো ঢুকবে। ওখানে কাজও তো বেশীর ভাগ বাঙ্গালী ই করবে। তাই না?
প্রাক্তন ভূমি মন্ত্রী ৫০০ বাড়ি কিনসে হাসাইলেন, ওনার রিয়েল স্টেট এর ব্যবসা থাকতে পারে। টাকা কামাইলে দেশেই তো ঢুকবে। আর আপনাদের এই খবরের কোন শক্ত সোর্স নাই। নিউজ পোর্টাল বানাইলো আর খাইয়া বইসা থাকলেন। সালমান এফ রহমানের ব্যবসার আকার কত জানেন? ৫০ হাজার কোটি আদায় করে নেন। না করতে পারলে আপনাদের সব প্রপাগান্ডা।
এবার আসি আসল কথায়, ১০ কোটি টাকার নিয়োগ বানিজ্য করলেন ২ মাসে, ৪২ হাজার কোটি টাকার শেয়ার বাজার খাইলেন,
ডিপ সি পোর্টের খরচ বাড়াইলেন ৭ হাজার কোটি টাকা। উপদেষ্টা কে জিগাইলে বললেন সে নাকি জানেনা। কানা নাকি ভাই! এসব চোখে পড়েনা?
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪
জ্যাকেল বলেছেন: মিঃ দালাল সাহেপ, দুনিয়ার আর কুনু দেশে ঋণ নিয়ে সেই ডলারের সবটুকু পাচার করার রেকর্ড নাই, আমনের হাচিনা দেশকে যে দুচে দিয়েচেন সেটা না বুঝার ভান করছেন কেন?