নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
তার মানে ২৪ বছরের শোষন মিথ্যা?
জনসংখ্যায় বেশী হওয়ার পরেও রাষ্ট্র ভাষা হিসেবে উর্দু মিথ্যা? ৫২ মিথ্যা? ২৪ বছরে পূর্ব পাকিস্তানে শত শত স্কুল বন্ধ করেছিলো উলটো পশ্চিমে তিন গুন বৃদ্ধি পায়৷ যদিও জনসংখ্যা আমাদের বেশী ছিল। আমাদের মাছলি খাওয়া কাংগাল বলা হতো। আমাদের কে নারী দের "দো টাকা কি অরাত বলা হতো"।
পাট রপ্তানী সিংহ ভাগ রেমিটেন্সে তারা ইসলামাবাদ গড়ে তোলে৷
বাংলাদেশ স্বাধীন হয় আ ও য়া মী লী গের নেতৃত্বে। আ ও য়ামী লীগ সেকুলার রাজনৈতিক দল৷ কোনো ইসলামিক দল নয়৷ তাই ইসলামের সাথে সংঘর্ষ কোনো ভাবেই হয় নাই৷
এখন প্রশ্ন আসতে পারে শোষণ বঞ্চনা কেন অস্বীকার করছেন আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ?
কারণ ওনাদের রিসেট তত্ব৷ ওনারা সংবিধান পরিবর্তন করতে চান৷ হয়তো আমাদের ধারণা সত্যি হচ্ছে৷ সংবিধান থেকে মৌলিক ধারা গুলো ওনারা বাদ দিতে চান৷ মুক্তিযুদ্ধ কে সাইড করতে চাচ্ছেন ওনারা।
এগুলো ক্লিয়ার হচ্ছে অনেক টা এভাবে,
যখন বাংলাদেশ নামটাই পরিবর্তন এর দাবী উঠলো আমেরিকান সি আই এ পেইড এজেন্ট অধ্যাপক আলী রিয়াজের উপিস্থিতিতে এক সেমিনারে সরকার থেকে কোনো বিবৃতি আসলোনা৷
যখন গোলামের ছেলে জাতীয় সংগীত পরিবর্তনের দাবী তুললো তখনো সরকার মহোদয় চুপ৷
ইউনুস সাহেব তো বরাবর রিসেট করে দিয়েছেন সব উনিই বললেন৷ ৩৩ মিনিটের জাতির উদ্দেশ্যে ভাষনে উনি ৩০ লক্ষ শহীদ, দু লক্ষ মা বোনের সম্ভমের বিনিমিয়ে পাওয়া স্বাধীনতা কে স্বরন করেন নাই৷
এ থেকেই কি বুঝতে পারছেন কোথায় যাচ্ছে বাংলাদেশ?
০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০৭
আহসানের ব্লগ বলেছেন: ইতিহাসের এই বিকৃতিটা মূলত জেনে শুনে বুঝেই করা হইছে। বাংলাদেশ নতুন খিলাফত সৃষ্টির পথে এগিয়ে গেলো।
স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব প্রদান করেছে আওয়ামী লীগ সেইসাথে যারা যুদ্ধ করেছে তাদের ভিতর একটা রাজনৈতিক দলও খিলাফার স্বপ্ন দেখে নাই৷ তারা দেখেছিলো সমাজতন্ত্রের স্বপ্ন। ন্যাপ,কমিউনিষ্ট পার্টি,সর্বহারা পার্টি এরা ছিলো আওয়ামী লীগের বাইরে মুক্তিযুদ্ধে শরিক থাকা দল৷ সামন এরা লিখবেন ৭১ এ জামাত ইসলামি ও নেজামি ইসলাম।পার্টিরা ইসলাম কায়েমের জন্য দেশ স্বাধীন করছে। ও সরি সব তো রিসেট করা হইছে৷
২| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০২
জ্যাক স্মিথ বলেছেন: ওই লোকটার কথা-বার্তা আমাকে কাছে বেশ অসংলগ্ন বলে মনে হয়, কেউ কেউ তো উনার বক্তব্যের মাঝে প্রচুর জ্ঞান খুঁজে পায়, অনেকেই পায় হিরা মুক্তা কিন্তু ওসব আমার কাছে ছাইপাস ছাড়া কিছুই নয়।
লোকটাকে আমার ভবঘুরে বলে মনে হয়।
৩| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০৭
অধীতি বলেছেন: বিষয়টা অনেক গুরুতর। অনেক পর্যালোচনার বিষয়।
৪| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:১২
নদীকান্ত বলেছেন: গতকাল পদ্মপুকুরের পোস্টে তাকে ভালো বললাম।
এটা আজ দেখি ফেসবুকে ঘুরছে।
৫| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:১৭
কামাল১৮ বলেছেন: এই লোক ইউনুসের মতোই বিজ্ঞ।দুই জনকে মানিয়েছে বেশ।এক মাষ্টার মাইন্ড খুঁজে পেয়েছে আরেক মাষ্টার মাইন্ড।
৬| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৩০
সোনাগাজী বলেছেন:
জ্ঞানী নেকড়ে
৭| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৫৮
মেঘনা বলেছেন: তোরা ইসলামই থাক আর আরবদের গোলাম হয়েই থাক।
মানুষ হইতে চাইস না।
৮| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ২:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: আমার বড়ো খালু মসজিদের ইমাম ছিলেন। উনাকে জিজ্ঞাসা করেছিলাম যে পাকিস্তান বাংলাদেশের উপর যে অত্যাচার করেছে, মুসলিম নারীদের ধর্ষণ করেছে এই রকম ঘটনা এর আগে কোথাও ঘটেছে কিনা! খালু উত্তর দিলেন ঘটেছে। উনার ধারণা কারবালার যুদ্ধে মুহাম্মদ সা এর বংশধর দের পরাজয় এর কাহিনী শুনে মদীনা বাসী ইয়াজিদ এর সরকার এর প্রতি অনাস্থা জ্ঞাপন করে, বিদ্রোহ করে। তখন ইয়াজিদ তার খুনী বাহিনী পাঠিয়ে মদীনা বাসীদের হত্যা করে, মুসলিম নারীদের ধর্ষণ করে। সে যুদ্ধ নাকি আল হাররার যুদ্ধ নামে পরিচিত। খালু দৃঢ় ভাবে বিশ্বাস করতেন পাকিস্তানি মিলিটারি রা এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছিলো। যাই হউক মাহফুজ এর কথাবার্তার ধরণ ভালো লাগে না।
৯| ০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:৪৪
আজব লিংকন বলেছেন: বাংলাদেশ আরব হবে। আমরা জুব্বা পরে খেঁজুর খাবো আর দুম্বা চড়াবো। ও দুম্বা তো নাই ছাগল চড়াবো। ভাবতেই দারুণ অনুভূতি হচ্ছে।
১০| ০৫ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৫৬
ক্লোন রাফা বলেছেন: মাস্টার মাইন্ড মাহফুজ দেখি ইসলামের উপর পিএইচডির ডিগ্রিধারি । উনি প্রত্যেক দেশের জন্য পৃথক ইসলামের আবিস্কারক‼️
আহা আপনি কেনো বুঝতে পারছেননা তারা রিসেট বাটন প্রেস করে ডিলিট করে দিয়েছ। কাজেই তাদের ইতিহাস থেকে ২৪ বছরের সহ বিগত ৫৩ বছরের সবকিছু ডিলিট হয়ে গেছে । এখন তাদের বসের কাছে শিফট ডিলিট করার অপশন দিয়ে ফাইলটি ফরওয়ার্ড করেছেন। এখন আমাদের শুধু অপেক্ষা তাদের শুরুর .....স্বাধীন ২.০ নতুন বাংলাদেশ!
১১| ০৫ ই অক্টোবর, ২০২৪ সকাল ৭:৫৩
আমি সাজিদ বলেছেন: ওকে নিয়ে কপি পেস্ট পোস্ট দেখলাম কয়েকদিন আগে।
১২| ০৫ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৮
কিরকুট বলেছেন: এরে ধইরা হাতির ঝিলের পানি এক ড্রাম খাইয়ে দেয়া হোক ।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বুঝার বাকী কি এখনো রয়েছে; দেশ যেখানে নিরাপদ সেখানেই যাচ্ছে হয়তো। আমাদের কতেকের চিন্তার ভুল থাকতে পারে।