নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
স্বপ্নের পিছু ছুটে যে মানুষগুলো নিজ মাতৃভূমি ছেড়ে চলে যায় দূর দেশে, তারা শুধু জীবন গড়তে যায় না, সাথে নিয়ে যায় দেশের এক টুকরো ভালোবাসা। এই প্রবাসীদের জীবনের গল্প, সংগ্রাম, সাফল্য এবং ব্যর্থতা আমাদের সবার কাছেই গুরুত্বপূর্ণ। তাঁদের প্রতিটি পদক্ষেপে যেমন আনন্দের মুহূর্ত রয়েছে, তেমনি রয়েছে নানা চ্যালেঞ্জ, যেগুলো প্রতিনিয়ত তাঁদেরকে দৃঢ় করে তোলে।
আমাদের নতুন উদ্যোগ ‘অভিবাসন’ সেই প্রবাসীদের জীবনের রঙিন ক্যানভাস। এখানে আমরা তুলে ধরতে চাই তাঁদের না বলা গল্প, কঠিন সংগ্রাম, আর অর্জনের ধারাবাহিকতা। প্রবাসে থাকা আমাদের ভাই-বোনেরা শুধু অর্থনৈতিক সমৃদ্ধিই নয়, তাঁরা বাংলাদেশের সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য বহন করে চলে পৃথিবীর নানা প্রান্তে। তাঁদের এই অবদানের কথা আমরা সকলের সামনে তুলে ধরার জন্যই এই অনলাইন পত্রিকার সূচনা।
প্রবাসে বসবাস করা মানুষদের জীবনে সুখ যেমন আছে, তেমনি আছে দুঃখও। তাঁদের যাপিত জীবন আমাদের থেকে অনেকটাই আলাদা। ভাষা, সংস্কৃতি, সামাজিক পরিবেশ— সবকিছুতেই ভিন্নতা থাকলেও তাঁরা প্রতিনিয়ত নিজেদের মানিয়ে নিয়ে একটি নতুন পৃথিবী গড়েন। তাঁদের সংগ্রামের কথা, সাফল্যের গল্প, সমাজের সঙ্গে তাঁদের যোগসূত্রের বিষয়গুলো নিয়েই ‘অভিবাসন’ কাজ করবে।
‘অভিবাসন’ কেবল একটি পত্রিকা নয়; এটি হবে প্রবাসীদের জন্য একটি সেতু, যেখানে তাঁরা নিজেদের ভাবনা, মতামত ও গল্প তুলে ধরতে পারবেন। তাঁদের সুখ-দুঃখ, প্রাপ্তি-প্রত্যাশা এবং ভবিষ্যতের স্বপ্নগুলো আমাদের সমাজের সাথে ভাগাভাগি করবেন। আমরা আশা করি, এই প্ল্যাটফর্মটি প্রবাসী ও দেশের মানুষের মধ্যে একটি মজবুত সংযোগ স্থাপন করবে এবং প্রবাসীদের কণ্ঠকে আরও উজ্জ্বল করবে।
আমাদের এই অনলাইন পত্রিকার মাধ্যমে শুরু হলো সেই নতুন যাত্রা, যেখানে প্রতিটি প্রবাসীর গল্পই হবে নতুন শক্তির প্রতীক। ‘অভিবাসন’ আপনাদের পাশে রয়েছে, আপনাদের কণ্ঠকে আরও শক্তিশালী করতে।
শুভ সূচনা!
পত্রিকার লিংক : https://obhibason.com/
শাহাবুদ্দিন শুভ
সম্পাদক
অভিবাসন
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৭
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০০
কামাল১৮ বলেছেন: সাফল্য কামনা করি।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৭
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:১০
আজব লিংকন বলেছেন: ‘অভিবাসন’ পত্রিকার জন্য রইলো শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
শাহাবুিদ্দন শুভ বলেছেন: লেখা পাঠাতে পারেন যে কেউ : [email protected]