নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাবুদ্দিন শুভ

শাহাবুিদ্দন শুভ

শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০

শাহাবুিদ্দন শুভ › বিস্তারিত পোস্টঃ

অবিলম্বে এম এম মান্নান কে মুক্তি ও মামলা থেকে নাম প্রত্যাহার করা হোক

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৪

আমি গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, দেশের একজন সম্মানিত রাজনীতিবিদ, সাবেক পরিকল্পনা মন্ত্রী ও দক্ষ প্রশাসক এম এ মান্নান সাহেবকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতার শুধুমাত্র একজন ব্যক্তির উপর আঘাত নয়, বরং এটি বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ।

মামলায় উল্লেখ করা হয়েছে যে, সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার জেরে ২ সেপ্টেম্বর দ্রুত বিচার আইনে একটি মামলা হয়, যেখানে এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এম এ মান্নান সাহেবকে চিনি এবং জানি যে, তিনি এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন যা তাঁকে এভাবে মামলার আসামি করার ন্যায্যতা দেয়। উনি একজন সাদাসিধে, সৎ এবং তৃণমূলের মানুষের জন্য জীবন উৎসর্গ করা মানুষ, যিনি নিজের জেলা সুনামগঞ্জের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করেছেন।

এম এ মান্নান সাহেবের গ্রেফতারে সুনামগঞ্জসহ সারাদেশের মানুষ হতবাক ও ক্ষুব্ধ। একজন নিষ্ঠাবান ও কর্মদক্ষ নেতার বিরুদ্ধে এমন ভিত্তিহীন মামলা দায়ের করে তাঁকে হয়রানি করা অত্যন্ত নিন্দনীয়। সুশীল সমাজ, ছাত্রসমাজ ও সাধারণ জনগণ এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছে, যা সরকারের ওপর জনগণের আস্থায় বড় ধাক্কা দিতে পারে।

পরিকল্পনা মন্ত্রী হিসেবে এম এ মান্নান দেশের উন্নয়নে অসাধারণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে সুনামগঞ্জে উন্নয়ন প্রকল্পগুলো বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, শিক্ষার প্রসার, এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। এমন একজন সৎ নেতাকে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার মাধ্যমে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে কি না, তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। দ্রুত বিচার আইনের অপব্যবহার করে একজন সৎ ব্যক্তিকে এভাবে গ্রেফতার করা শুধু অযৌক্তিক নয়, এটি দেশের আইনের ন্যায্যতার ওপর আঘাত।

এম এ মান্নান তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত দেশের মানুষের সেবা ও উন্নয়নের জন্য উৎসর্গ করেছেন। তাঁর সততা ও নিষ্ঠা প্রশ্নাতীত। তাই আমি এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা জানাই এবং তাঁর দ্রুত মুক্তি ও ন্যায়বিচারের দাবি করছি। সরকারের উচিত গণতন্ত্রের মূল্যবোধ এবং জনগণের আস্থা বজায় রাখতে এমন পদক্ষেপ থেকে বিরত থাকা।

#প্রতিবাদ #ন্যায়বিচার #এমএমান্নান #অন্যায়_গ্রেফতার #স্বাধীনতা #সুনামগঞ্জ #গণতন্ত্র

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫১

সোনাগাজী বলেছেন:



জেলে একে লাথির উপর রাখা হোক।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৮

আঁধারের যুবরাজ বলেছেন: @সোনাগাজী বলেছেন: জেলে একে লাথির উপর রাখা হোক।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৪

সোনাগাজী বলেছেন:




এরা মানুষের জন্য কিছুই করেনি, সবকিছু করেছে নিজের পরিবারের জন্য; এদেরকে বিনা বিচারে লাথির উপর রাখার দরকার।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৫

সোনাগাজী বলেছেন:



ঐ ডাকাত লোকের পক্ষে লেখার জন্য আপনাকেও ধরলে ভালো হতো।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৬

আঁধারের যুবরাজ বলেছেন: উনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন ! হাসিনা সরকারের সকল প্রকল্প বা পরিকল্পনা গুলো ছিল ভয়াবহ দুর্নীতিগ্রস্ত। আর আপনি বলছেন উনি তুলসীপাতা ?

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৫

খাঁজা বাবা বলেছেন: এই সব চোর বাটপারের পক্ষে কেমনে লিখলেন? লজ্জা লাগল না?

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

কামাল১৮ বলেছেন: এখন যারা ক্ষমতায় আছে তাদের থেকে উনি ভালো ছিলেন।ছাড়া পেয়ে যাবেন আসা করি।ইউনুসের থেকে ভালোলোক কোন সন্দেহ নাই।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা হা, "দেশের একজন সম্মানিত রাজনীতিবিদ", ব্যাপক মজা দিলে ভাই!

কে সম্মানিত? অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে যে অবৈধ সাংসদ/মন্ত্রী হয়, সে সম্মানিত??

নির্লজ্জ, বেহায়া ...

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০৪

কিরকুট বলেছেন: আপনার পেয়ারে মান্নানের আয় বহির্ভুত অর্থের জোগান কই থেকে আসছে ওইডা ফাস করতে বলেন৷

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:০৬

আহরণ বলেছেন: ইনি একজন ভালো মানুষ। মুক্তির দাবি জানাই।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪১

নীল আকাশ বলেছেন: @সোনাগাজী বলেছেন: জেলে একে লাথির উপর রাখা হোক।
আমার দশবছরের ব্লগীয় জীবন এই প্রথম আমি চাদ্গাজী/সোনাগাজীর সাথে একমত পোষণ করলাম।
এর আগে এর জন্য ৬০ দিন রিমান্ড দেওয়া হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.