নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
দেশে প্রথম কোন সংসদ সদস্য তার বরাদ্ধের ব্যাপারে Facebook এ পোষ্ট দিয়ে জানিয়ে থাকেন তিনি কি পেলেন এবং কোথায় সে টাকা খরচ করা হবে বা হচ্ছে মানুষ এসব বিষয় গুলো খুব ইতিবাচক ভাবে নিয়েছেন কিন্তু গতকাল তা নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু জাতীয় সংসদে স্পিকারের উদ্দেশে বলেন, ব্যারিস্টার সুমনের বরাদ্ধ পাওয়া ২৮ কোটি টাকা ইঙ্গিত করে বলেন 'এই ২৮ কোটি টাকা কি আমি পেয়েছি, আপনি (স্পিকার) পেয়েছেন? প্রধানমন্ত্রী পেয়েছেন? ইতোমধ্যে ফেসবুক দেখে আমাকে অনেকেই বলছেন যে, ২৮ কোটি টাকা পেয়েছেন, এই টাকা কই? তিনি বলেছেন ২৫ কোটি টাকা পেয়েছেন, কিন্তু আমরা তো পাইনি।'
তিনি আরো বলেন 'আমাদের একজন সংসদ সদস্য। নামটা বলতে চাই না। তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী।'
চুন্নু সাহেবদের কাছে আমার প্রশ্ন আপনি যদি না পেয়ে থাকেন তাহলে তা প্রকাশ করুন আর যদি পেয়ে থাকেন তাহলে কত পেয়েছেন তা আপনার নির্বাচনী এলাকার জনগণকে জানান। এতে তো সমস্যার কিছু দেখছি না। আপনি নিজে প্রকাশ করবেন না আবার অন্যজন প্রকাশ করলে সমস্যা! আবার তিনি বলেছেন ৩৪৯ জন এমপি ভুক্তভুগি এটা কি ভাবে হলো তাও বোধগম্য নয়! আপনারা জনগণকে কি ভাবেন, তাদের কি শুধু অন্ধকারে রাখতে চান কেন? আর নিজেরা কি ভাবে, কি করে সংসদে এসেছেন তা একটু চিন্তা করে দেখুন। আশাকরি আপনিও আপনার বরাদ্ধ কত প্রকাশ করে দায়মুক্ত হবেন।
০৮ ই মে, ২০২৪ রাত ৮:৫৪
শাহাবুিদ্দন শুভ বলেছেন: সহমত
২| ০৮ ই মে, ২০২৪ রাত ৮:১৫
কামাল১৮ বলেছেন: অন্ধকারে না থেকে আলোতে আসুন।এটা সবার জন্য ভালো।
২৪ শে মে, ২০২৪ রাত ৯:১৭
শাহাবুিদ্দন শুভ বলেছেন: তারা কি আসবে।
৩| ০৮ ই মে, ২০২৪ রাত ৯:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক
২৪ শে মে, ২০২৪ রাত ৯:১৮
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ
৪| ০৯ ই মে, ২০২৪ সকাল ৭:৫৩
নূর আলম হিরণ বলেছেন: ব্যারিস্টার সুমন সাহেব সঠিক কাজটিই করেছেন। চুন্নু সাহেবেরা এখন তার কারনে তাদের এলাকার জনগণকে চুনা লাগাতে সমস্যা হচ্ছে।
৫| ০৯ ই মে, ২০২৪ সকাল ১০:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যারিস্টার সুমনকে দেখে এখন সবাই সৎ পথে ফিরে আসুন, এটাই কামনা করি। সুমন সাহবে ঘোষণা দিয়েছেন, এবারের নির্বাচন কালে তার মোট সম্পদ ছিল ৯ লাখ+, আগামী ইলেকশন যদি করতে পারেন, তখনো তার সম্পদ এই পরিমাণই থাকবে। অতীতে আমরা এমন কোনো এমপি বা দলনেতাকে এরকম ঘোষণা দিতে এ দেশ দেখেছে কিনা আমার জানা নেই। যখন দেশের রন্ধ্রে রন্ধ্রে ঘুষ, দুর্নীতি, অসততা ঢুকে গেছে, তখন এমন ব্যক্তির আবির্ভাব যেন দেবদূতের আবির্ভাবের মতোই মনে হচ্ছে। এ দেশ সিঙ্গাপুর, সুইজারল্যান্ড কোনোদিন হবে না, হওয়ার দরকারও নেই। একটা সুর্নীতিমুক্ত, সরল মানুষের সোনার বাংলা হলেই আমরা গর্বিত বাঙালি হিসাবে বেঁচে থাকতে পারবো।
৬| ০৯ ই মে, ২০২৪ সকাল ১১:৪৫
সাহাদাত উদরাজী বলেছেন: মি সুমনের সাফল্য কামনা করি, অন্তত একজন বলে যাচ্ছেন।
২৪ শে মে, ২০২৪ রাত ৯:১৮
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ ভাই।
৭| ০৯ ই মে, ২০২৪ দুপুর ২:২১
ধুলো মেঘ বলেছেন: চুন্নু মিয়াও এক সময়ে টাকা পাবে - তখন তো জনগন তাকে জিজ্ঞেস করবে কত টাকা পাইছেন, কারে কত দিলেন!
সুমইন্যা সেই দিনের পোলা - না জেনে না শুনে একটা ফাউল করে দিল - তার ভুক্তভোগী এখন বাকি ৩৪৯ সদস্য।
৮| ০৯ ই মে, ২০২৪ দুপুর ২:২২
ধুলো মেঘ বলেছেন: Click This Link
৯| ০৯ ই মে, ২০২৪ বিকাল ৩:১৩
নয়ন বিন বাহার বলেছেন: চুন্নু দের দিন শেষ হতে চলেছে...
২১ শে জুন, ২০২৪ রাত ১২:৩১
শাহাবুিদ্দন শুভ বলেছেন: তাই মনে হচ্ছে।
১০| ০৯ ই মে, ২০২৪ বিকাল ৪:১১
প্রামানিক বলেছেন: সত্য একদিন মাথা চারা দিবেই
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২৪ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: সুমন সাহেব হাটে হাড়ি ভাংছেন, এতে অনেকেরই সমস্যা হতে পারে। আমরা সুমন সাহেবের সৎ সাহসের প্রশংসা করি।