নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাবুদ্দিন শুভ

শাহাবুিদ্দন শুভ

শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০

শাহাবুিদ্দন শুভ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জানা অজানা : ডা: সামন্ত লাল সেন

৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

বাংলাদেশের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জানা অজানা নিয়ে সিলেটপিডিয়া ও ডক্টরস এন মেডিসিনে একটি লাইভ অনুষ্ঠান করে যেখানে উপস্থাপক হিসেবে আমি ছিলাম। অনুষ্ঠানে ডা: সামন্ত লাল সেন তার বেড়ে উঠা থেকে শুরু করে শিক্ষাজীবন ও দেশের বার্ন ও প্লাস্টিক সার্জারির অনেক কথা বলেছেন যা তিনি এর আগে কোথাও বলেননি।
মাতৃভুমির জন্য যা করতে চান ডা: সামন্ত লাল সেন

ফেইসবুক লাইভের পুরো ভিডিও লিংক
https://www.facebook.com/DoctorsnMedicine/videos/270353944185530

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুবই ভালো।
এধরনের আলোচনা হওয়া উচিৎ

...........................................................
তিনি দীর্ঘদিন যাবত স্বাস্হ্য সেবায় কাজ
করে যাচ্ছেন ।
আমি উনার সাফল্য কামনা করি ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ ।

২| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১১

এম ডি মুসা বলেছেন: তার মত লোক সকল ক্ষেত্রে দরকার শিক্ষা , ও খাদ্য তার মত যোগ্য লোকের অভাবে দেশের খারাপ অবস্থা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৪৩

শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ

৩| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১২

এম ডি মুসা বলেছেন: তার থেকে যদি বাকি মন্ত্রী শিক্ষা না নিয়ে মাথায় সঠিক পথে তার মত না কাজ করে তাহলে তাদের ভিতরে প্রকৃত শিক্ষার অভাব আছে

৪| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশা করছি সামন্ত বাবু ভালো কিছু করবেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

শাহাবুিদ্দন শুভ বলেছেন: আমাদের ও তাই মনে হচ্ছে। উনার জন্য শুভ কামনা।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:২৭

আলামিন১০৪ বলেছেন: বাঃলাদেশে কারো শ্বাসনালী পুরে গেলে কিংবা কারো ৪০% এর বেশি চামড়া পুড়ে গেলে আপনার সামন্তলাল বা অন্য কেউ বার্ন ইউনিটে আঙ্গুল চোষা ছাড়া কিছু করতে পারে না অথচ উন্নত বিশ্বে ৮০% পোড়া নিয়েই অনেকে বেঁচে যায়। আপনি এক সময় সাংবাদিক ছিলেন একটু গবেষণা করে যদি পরিসংখ্যানসহ পত্রিকায় লিখা দিতে পারেন তাহলে হয়ত, নতুন স্বাস্থ্য মন্ত্রী মহোদয় এ দিকে মনোযোগী হবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৫

শাহাবুিদ্দন শুভ বলেছেন: উনার চেষ্টাতেই আজ দেশের বারণ ইউনিট এই জায়গায় এসেছে। পুরো লাইভটি দেখলে বুঝতে পারবেন।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৭

জনারণ্যে একজন বলেছেন: এই ভদ্রলোক অন্তর থেকে সাধুবাদ এবং শ্রদ্ধা পাওয়ার যোগ্য।

তবে বলছি কি - কিসের ডঃ সামন্ত লাল সেন!

এই ব্লগের কয়েকজন ব্লগার এখানে লিখে লিখে আই মিন ভার্চুয়ালি এরকম হাগারে হাগারে বার্ন ইউনিট করে ফেলতে পারে।

এমনকি চাইলে পশ্চাৎদেশ দিয়ে ঠেলে ঠেলে হিমালয় পর্বত'ও সরিয়ে দিতে পারে।

তবে আবারো বলছি - সবই ঘটবে ভার্চুয়ালি।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: ওকে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৪৩

শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.