নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাবুদ্দিন শুভ

শাহাবুিদ্দন শুভ

শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০

শাহাবুিদ্দন শুভ › বিস্তারিত পোস্টঃ

সিলেট জেলার জন্ম ১৭৭২ নাকি ১৭৮২ ও কিছু কথা

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯


আমি সিলেটপিডিয়া জন্য সিলেটের ইতিহাস ‍লিখতে গিয়ে অনেকটা ঝামেলার মধ্যে পরি কারণ সিলেট জেলার জন্ম বা প্রতিষ্ঠা কি ১৭৮২ সালের ৩ জানুয়ারি নাকি ১৭৭২ সালের ১৭ মার্চ ? বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের তথ্য পাই। তাই এই সমস্যা সমাধানের অনুরোধ জানিয়ে জানুয়ারি ৩, ২০২৩ সালে একটি ভিডিও পোস্ট করি সিলেটপিডিয়াতে। ভিডিওটি দেখে অনেকেই বিভিন্ন ধরণের মন্তব্য করেন। বিশেষ করে সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব জালাল আহমেদ ৭জানুয়ারি ২০২৩ একটি লেখা লিখেন যেখানে তিনি তথ্য উপস্থাপন করেন।


সম্প্রতি যুক্তরাজ্য প্রবাসী লেখক ফারুক আহমদ ‍লিখেন ‘২০২৩ সাল বা তারও আগে থেকে সিলেটপিডিয়া’য় শাহাবুদ্দিন আহমেদ শুভ'র একটি তথ্য সিলেটের ইতিহাসপ্রেমীদের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে, আর তা হলো সিলেট জেলার জন্ম ১৭৮২ সালের ৩ জানুয়ারি। তিনি বাংলাপিডিয়া ও উইকিপিডিয়ায় উল্লিখিত তথ্যের ভিত্তিতে তার সিলেট পিডিয়ায় তারিখটি উল্লেখ করেছেন। আবার সিলেট জেলার তথ্য বাতায়নে এ তারিখ বলা হচ্ছে ১৭৭২ সালের ১৭ মার্চ। তাই অতি উৎসাহীরা দিনটি পালনেরও আহবান জানাচ্ছেন। এ বছর অর্থাৎ ২০২৪ সালের গোড়া থেকে ফেইসবুকে আবারও শুরু হয়েছে এ তারিখ নিয়ে আলোচনা-সমালোচনা।’


জনাব ফারুক আহমদ তার লেখা ১৭৫৭ সাল থেকে শুরু করেছেন এবং অনেক তথ্য ও তথ্য সূত্র প্রদান করেছেন। জনাব জালাল আহমেদ ও জনাব ফারুক আহমদ তাদের লেখার শেষে কোন সিদ্ধান্ত না দিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন সঠিক তথ্য সরবরাহের জন্য যা সিলেটপিডিয়াতে ৩ জানুয়ারি ২০২৩ সালে আমিও একই অনুরোধ করেছি। তাই আশাকরি সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও সিলেট জেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখে সঠিক তথ্য প্রকাশ করবেন এবং আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানার সুযোগ করে দিবেন।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এই বিষয়ে ইতিহাস সম্পর্কিত কোনো বই নেই?

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৭

শাহাবুিদ্দন শুভ বলেছেন: এক এক জায়গায় এক এক রকম।

২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৫

নয়ন বড়ুয়া বলেছেন: সফল হোক আপনার পরিশ্রম...

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৭

শাহাবুিদ্দন শুভ বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১০

করুণাধারা বলেছেন: আপনি কি সিলেট জেলা নিয়ে গবেষণা করছেন? এই তথ্য জানা জরুরি হলো কেন? আপনি কোন সিলেটের জন্ম সাল খুঁজছেন, আদি সিলেটের এক ভাগ তো এখন অন্য দেশে...

আপনার জিজ্ঞাসার উত্তর যেন খুঁজে পান।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৭

শাহাবুিদ্দন শুভ বলেছেন: আমি সিলেট বিভাগ নিয়ে গবেষণা করছি। এজন্য আমার তথ্য গুলো জানা প্রয়োজন ।


সময় পেলে একটু ক্লিক করবেন এবং ফিডব্যাক দিবেন।
https://sylhetpedia.com/

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩০

বিজন রয় বলেছেন: সিলেটের জন্ম তারিখ দুই বা ততোধিক হলে তো ঝামেলা বেঁধে গেল।
অবশ্য সঠিক তারিখ পাওয়া দুরূহ।

দেখুন কিছু একটা করা যায় কিনা।

১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৮

শাহাবুিদ্দন শুভ বলেছেন: এটা নিয়ে ইতিমধ্যে অনেকেই কাজ করছেন। আশাকরি সরকারের পক্ষ থেকে এই বিষয়ে উদ্যোগ নিয়ে জানানো হবে আসলে আমরা কোনটি দিনটি পালন করব।

৫| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:০৬

জ্যাক স্মিথ বলেছেন: সঠিক তথ্য না পাওয়া গেলে দুটি তারিখই উল্লেখ করে দিতে পারেন সাথে 'মতান্তরে' শব্দিটি জুড়ে দিয়ে।

১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৫

শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ ।

৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৭

শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ

৬| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: সিলেট আমার প্রিয় শহর।

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৯

শাহাবুিদ্দন শুভ বলেছেন: আমারও প্রিয় শহর সিলেট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.