নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাবুদ্দিন শুভ

শাহাবুিদ্দন শুভ

শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০

শাহাবুিদ্দন শুভ › বিস্তারিত পোস্টঃ

প্রবারণা পূর্ণিমায় ফানুস উড়ানো

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৯

বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ শনিবার আন্তর্জাতিক বৌদ্ধ মন্দিরে অনুষ্ঠিত হয়। এসময় রাত ৯ ঘটিকার সময় যে ভাবে ফানুস উড়ানো হয়।







মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৪৫

কাছের-মানুষ বলেছেন: আপনার ছবিগুলো সুন্দর। তবে ছবি প্রথমে একটি বা দুটি দিয়ে কিছু লিখে পরবর্তী ছবি দিলে ভাল হত, আপনার ছবিগুলো পুরো প্রথম পাতার অনেকটা অংশ দখল করে আছে!

২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪২

শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ । পরবর্তিতে পোষ্ট করার আগে খেয়াল রাকব।

২| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৪৫

সোনাগাজী বলেছেন:




আরো ১০/১২টা ছবি যোগ করে দেন।

২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪২

শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ ।

৩| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৪৯

কামাল১৮ বলেছেন: আমাদের বাসার ছাদ থেকে আয়োজন করে ফানুস উড়েয়েছি।মঝাই লাগে।কানাডাতে প্রতিটা অনুষ্ঠান (ধর্মীয় বাদে) আমরা ঝাঁক ঝমকের সথে পালন করি।
এখন আমাদের বাসার সামনে মিষ্টি কুমড়া আছে,ভুত আছে সাদা কালে,কংকাল আছে আছে হাড়গোড়।এগুলি আমরা আনন্দের সাথেই করি।এর পর হ্যালোইনের দিন যতক্ষন বাচ্ছারা আসবে প্রত্যেককে তিনটা করে চকলেট দিবো।ছোট ছোট বাচ্চারা কি যে খুসি হয় বলে শেষ করা যাবে না।জীবনে আনন্দছাড়া আর কি আছে।বাবা মা রা দুধের বাচ্চাকে কোলে করে চকলেট নিতে চলে আসে।

৪| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: ওকে।

৫| ২৯ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৩

জুন বলেছেন: থাইল্যান্ডের চিয়াং মাই এর বিখ্যাত মাউন্ট সুথেপের রাজকীয় মন্দির থেকে ফানুস ওড়ানো দেখেছিলাম, সে এক বিস্ময়কর দৃশ্য ছিল আমাদের জন্য ।

২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

শাহাবুিদ্দন শুভ বলেছেন: বাহ । আমি দেশের বাহিরে কখন দেখিনি।
আমার বাসার কাছে মেরুল বাড্ডা বৌদ্ধমন্দির হওয়ার কারণে প্রায়ই দেখা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.