নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাবুদ্দিন শুভ

শাহাবুিদ্দন শুভ

শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০

শাহাবুিদ্দন শুভ › বিস্তারিত পোস্টঃ

ইট ভাটার ধোঁয়ায় পরিবেশ দূষণ, দেখার কি কেউ নেই !!!!!

০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৪:৫২


ঢাকা থেকে সড়ক, বিমান কিংবা নৌ-পথে যখনই ভ্রমণ করি না কেন ইদানীং ছবি তোলা অনেকটা নেশায় পরিণত হয়েছে আমার। সম্প্রতি একটি পিকনিকে ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর গিয়েছিলাম। ফিরে আসার পথে শীতলক্ষ্যা নদীর দু’তীরে যে ভাবে ব্রিক ফিল্ডের কালো ধোঁয়া পরিবেশ দূষণ করছে তা দেখে মনটাই খারাপ হয়ে গেল।





ইটভাটার চিমনি দিয়ে বের হচ্ছে কালো ধোঁয়া



গুগল ম্যাপে নদীর দুপারে ইট ভাটার দৃশ্য

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৫:৫০

চারাগাছ বলেছেন:

কোন কিছুতেই আর কেউ কিছুই দেখে না।

০৯ ই মার্চ, ২০২৩ রাত ১২:০১

শাহাবুিদ্দন শুভ বলেছেন: এসব দেখলে তাইতো মনে হয়।

২| ০৪ ঠা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২২

শূন্য সারমর্ম বলেছেন:


ঢাকায় মানুষ বাঁচে না,ধীরে ধীরে আয়ু কমায়।

৩| ০৪ ঠা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

শেরজা তপন বলেছেন: হাইকোর্টে বেশ কয়েকবার এর বিরুদ্ধে কার্যকর ব্যাবস্থা গ্রহনের জন্য সরকারকে নির্দেশনা দিলেও- সরকার আর ইটভাটা মালিক লেনদেনে সব উপেক্ষিত।

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪০

শাহাবুিদ্দন শুভ বলেছেন: প্রয়োগ না করাতে তাই মনে হচ্ছে।

৪| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৮:৩৭

বিষাদ সময় বলেছেন: আমলা থেকে কামলা পর্যন্ত সবাই শয়নে স্বপনে এখন শুধু বাংলাদেশ ব্যাংকের কাগজ দেখে....

৩০ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

শাহাবুিদ্দন শুভ বলেছেন: সহমত

৫| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: এটা তো নতুন কিছু না।
গত ৫০ বছর ধদরে একই অবস্থা।

০৯ ই মার্চ, ২০২৩ রাত ১২:০৬

শাহাবুিদ্দন শুভ বলেছেন: হ্যা ভাই

৬| ০৫ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৪৪

চোরাবালি- বলেছেন: ইমারত গড়তে হলে ইট দরকার। ভাটা না থাকলে ইট আসবে কোথা থেকে? আবার যে ধরনের ভাটার কথা বলা হয় সেটা করতে গেলে ইটের দাম দ্বিগুন হয়ে যাবে।
পরিবশে অধিদপ্তর নামে একটা দপ্তর আছে সেখানে আপনার মাঝেমধ্যে ভ্রমনের আমন্ত্রণ রইল। সব থেকে ভালো হয় যদি কোন কাজ নিয়ে যান। বুঝতে পারবেন কস্টিং কোথায় বৃদ্ধিপায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.