নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
** আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস
শাহাবুদ্দিন শুভ
কন্যা শিশু নিরাপদ থাকুক,
নয় নির্যাতন, বাল্য বিয়ে ।
সুস্থ সবল হউক বেড়ে উঠা-
মৌলিক অধিকার নিয়ে।
কারো ঘরে যেন ছেলে-মেয়েতে
কোন বৈষম্য না হয় ।
পৃথিবী জুড়ে নিরাপদ থাকুক,
হউক কন্যা শিশুর জয়।
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩০
শাহাবুিদ্দন শুভ বলেছেন: আমাদের পুরুষদের মানসিকতার পরিবর্তন করতে হবে । তাহলে ঘরে ঘরে দেশে দেশে নিরাপদ থাকবে কন্যা-জায়া- জননী
২| ১২ ই অক্টোবর, ২০২২ ভোর ৫:১১
জগতারন বলেছেন:
পিতার সম্পত্তি ছেলে ও মেয়ের সমান অধিকার আইন হউক।
দেশে যদি সব আইন সরিয়া আইনে না হয়ে থাকে
তবে কেন আব্বার সম্পত্তি ভাই ও বোনের সমান অধিকার হবে না ?
আব্বার সম্পত্তি ভাই ও বোনের সমান সমান অধিকারের দাবী জানাই,
আমার এ দাবী আইন অনুযায়ী সংগ্ Revolution, এক্ষনই Revolution।
মেয়ে বিবাহ দেবার পর তাহার স্বামী বাড়ির কি পাবে বা না পাবে
সেটা অনেক পরের ব্যাপার আবার কিচ্ছু পেতে পারে, নাও পেতে পারে সেখানে।
তাই ছেলে ও মেয়ে পিতার সম্পত্তি সমান অধিকার, সেটা জন্মগত অধিকার।
৩১ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২২
কামাল৮০ বলেছেন: কথায় অনেকেই রাজি।কাজে কেউ রাজি না।যখনি বলা হলো,পিতার রেখে যাওয়া সম্পদের ভাগ সমান সমান দেয়া হোক।তখন কতো রকমের হাদিস কোরান,যুক্তি দাঁড়া করায় এর বিরুদ্ধে।যার দুই টাকার সম্পদ নাই সেও।