নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
শাহাবুদ্দিন শুভ
কেমন করে ভালোবাসা ভুলে,
মুছে দেয় সব স্মৃতি ।
কেমন করে অতি সহজেই-
টানে সব কিছুর ইতি ।
কেমন করে বদলায় মানুষ,
কি করে হয় পর ।
কেমন করে দুরে চলে যায়,
ভেঙ্গে সুখের ঘর ।
২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৩
শাহাবুিদ্দন শুভ বলেছেন: সহমত ।
কমেন্ট করার জন্য ধন্যবাদ।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাটা ভালো লেগেছে। অল্প কথায় অনেক কিছু বলেছেন।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৬
জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা!
দীর্ঘদিন পর আপনাকে ব্লগে পেলাম।
শুভ কামনা। +
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ছোট হলেও সুন্দর কবিতা ভালো লাগলো।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ওরা বেঈমান।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৫
খায়রুল আহসান বলেছেন: যে যাবার, সে চলে যায়; তাকে ধরে রাখা যায় না। যে যায়, ভালোর জন্যেই যায়। বেদনাটা সাময়িক, একদিন সয়ে যায়।