নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাবুদ্দিন শুভ

শাহাবুিদ্দন শুভ

শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০

শাহাবুিদ্দন শুভ › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী বলেন কিনতে হয় না, জ্বালানী মন্ত্রী বলেন আমদানি

০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০০


প্রধানমন্ত্রী বলেন কিনতে হয় না, জ্বালানী মন্ত্রী বলেন আমদানি করতে হয় এর মানে কি? কিছুই তো বুঝতে পারছি না।

নতুন দাম অনুযায়ী- প্রতি লিটার ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০৭

শাহ আজিজ বলেছেন: জোকস অফ দি ইয়ার

০৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪৫

শাহাবুিদ্দন শুভ বলেছেন: হ্যাঁ,

ধন্যবাদ ।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৪

শাহাবুিদ্দন শুভ বলেছেন: হ্যাঁ

২| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৩

খাঁজা বাবা বলেছেন: একটা মুথ্যুক দল

০৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪৬

শাহাবুিদ্দন শুভ বলেছেন: সহমত ।

৩| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৯

পুরানা দামান বলেছেন: মনে হয় প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়েছিল।

৪| ০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৬

মেহেদি_হাসান. বলেছেন: এরা যে যেভাবে পারছে মানুষকে ভুলভাল বোঝাচ্ছে, যে যেভাবে পারে লুটেপুটে খাচ্ছে

৫| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ৯:১২

আলাপচারী প্রহর বলেছেন: হাসিনা আর খালেদা জিয়ায় তফাৎ নেই।

জারজ আমলা-রা যা নোট দেয় সেটাই উগলায়।

৬| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:

অবাক হওয়ার কিছু নেই প্রধানমন্ত্রী জেনে শুনে ১০০% সঠিক বলেছেন,
দেশে চাহিদার চেয়ে বেশি পেট্রোল অকটেন রয়েছে।
পেট্রোল ও অকটেন সেইম জিনিষ।
পেট্রোল হচ্ছে ৮৪-৮৭% অকটেন, বাকিটা প্যারাফিন/কেরসিন ইত্যাদি।
আর পেট্রলে ৯৩% অকটেন থাকলেই সেটা '100 অকটেন' বলা হয়। আমেরিকায় বলে প্রিমিয়াম গ্রেড গ্যাস(গ্যাসোলিন)

বাংলাদেশে ডিজেল বিদেশ থেকে কিনতে হয়। কিন্তু পেট্রোল-অকটেন বর্তমানে কেনা লাগে না।
২০০০ সালের পর গাড়িগুলো গ্যাসিফিকেশন হয়ে যাওয়াতে দেশে পেট্রোল-অকটেন চাহিদা একদম কমে যায়। সামান্য যা চলে মটর সাইকেলে বা কিছু দামী গাড়ীতে। বলতে গেলে শুধু ডিজেলের জন্যই ক্রুড আমাদানী করে রিফাইন করা হয়, ডিজেল ও প্রপেন(এলপিজি) বাদে পেট্রোল-অকটেন দেশের চাহিদা মিটিয়ে বাকিটা রপ্তানী করা হয়।
কিন্তু ইদানিং কয়েক বছর আর গাস ক্ষেত্র থেকে প্রাপ্ত বিপুল কন্ডেনসেট (হাইগ্রেড ক্রুড) রিফাইন করেও জেট ফুয়েল, এলপিজি ও পেট্রল অকটেন,
দু-তিন বছর জাবৎ এলএনজি আমদানি করে ব্যাবহার বৃদ্ধি পাওয়াতে টার্মিনাল থেকে পাইপে নেয়ার পর্যায়ে নেয়ার সময়ও বিপুল কন্ডেনসেট উপজাত হিসেবে পাওয়া যাচ্ছে, রাখারও যায়গা নেই রিফাইন করে পেট্রল অক্টেন রপ্তানী হচ্ছে।
রপ্তানী করতে বাধ্য হয়, রাখার যায়গা নেই।

তবে রিসেন্টলি এলেনজি দাম অত্যাধিক বৃদ্ধি পাওয়াতে আমদানি বন্ধ আছে, এলএনজি কন্ডেনসেট প্রাপ্তিও কমে গেছে, প্রাপ্ত পেট্রল অক্টেন কমে গেছে।

আর দেশে উৎপন্ন হলেই পানির দামে মাগ্না দিতে হবে এইসব চিন্তাও বাদ দেন।
দেশের ইলিশ কাচামরিচ কি কমদামে পান?

৭| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩৫

বিটপি বলেছেন: প্রধানমন্ত্রী যেভাবে নিজে পদ্মা সেতুর টোল দিয়েছেন, সেভাবে তাঁকে কোন কিছু কিনতে হয়না। ইভেন তিনি গাড়িতে থাকলে সেই গাড়ি কোন তেলের পাম্পে দাঁড়ায়ও না। তাই প্রধানমন্ত্রী যা বলেছেন ১০০% সঠিক।

সেভাইবে জ্বালানি মন্ত্রী যা বলেছেন, সেটাও সত্যি।

৮| ০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৮

আহমেদ জী এস বলেছেন: শাহাবুিদ্দন শুভ,




কিছুই বোঝার নেই। সবাই-ই ঠিক। যা বুঝবেন না তা বোঝার চেষ্টা করতে গিয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করার দরকার কি ?

আলাপচারী প্রহর ঠিকই বলেছেন: জারজ আমলারা যা নোট দেয় সেটাই উগলায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.