নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
সিলেট বিভাগের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছে সিলেটপিডিয়া। সিলেটপিডিয়ার জন্য এই মুহূর্তে নদী নিয়ে কাজ করছি আমরা। নদী নিয়ে কাজ করতে গিয়ে বড় নদীগুলো নিয়ে অসংখ্য ভুল তথ্য পাচ্ছি সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে, যা কাম্য নয় বরং এর ফলে ইতিহাসের বিকৃতি সহ নতুন প্রজন্মকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে । যেমন জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী মৌলভীবাজার জেলার নদীর সংখ্যা ৯টি। অন্যদিকে জেলা তথ্য বাতায়নের তথ্য অনুযায়ী মৌলভীবাজার জেলার নদীর সংখ্যা পাঁচ। এখানে কণ্ঠনালা (জুড়ী) নামে একটি নদীর নাম আছে যা জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী নেই। তবে বাস্তবে কণ্ঠনালা নামের একটি নদীর অস্তিত্ব আছে। কণ্ঠনালা নদীর মতো এ রকম অনেক নদী আছে যে নদীগুলোর তথ্য সংগ্রহ করা একান্ত প্রয়োজন। নাহলে কালের বির্বতনে এই নদীগুলোর নাম আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। আমাদের পরবর্তী প্রজন্ম জানতেই পারবে না আমাদের সিলেট বিভাগে কতগুলো বহমান নদী ছিল এবং তাদের অবস্থান। সিলেটে বিভাগের ইতিহাস ঐতিহ্যর অনেক বিষয় সম্পর্কে এরকম অনেক বিষয়ে গরমিল আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা গবেষণার মাধ্যমে সঠিক তথ্য তুলে নিয়ে আসতে চাই।
আরেকটু উদাহরণ দিলে হয়তো পাঠকরা সহজেই বুঝতে পারবেন, একজন গবেষক ‘বাংলাদেশের নদ-নদী’ শীর্ষক গ্রন্থটির (জুলাই ২০১৭-এ অনুশীলন প্রকাশনী থেকে প্রকাশিত), পৃষ্ঠা ৫৯-এ তিনি মনু নদী নিয়ে লিখতে গিয়ে বলেছেন যে, নদীটি উত্তর-পশ্চিমমুখী এবং পরবর্তীকালে পশ্চিমমুখী পথে প্রবাহিত হয়ে মৌলভীবাজার সদর উপজেলায় প্রবেশ করে বিভিন্ন স্থান দিয়ে প্রবাহিত হয়ে ধলাই নদীতে পতিত হয়েছে। কিন্তু বিস্তারিত তথ্য-প্রমাণ সংগ্রহ করে আমরা দেখতে পেয়েছি যে, মনু নদী উত্তর-পশ্চিমমুখী ও পরে পশ্চিমমুখী পথে প্রবাহিত হয়ে মৌলভীবাজার সদর উপজেলায় প্রবেশ করে বিভিন্ন স্থান দিয়ে প্রবাহিত হয়ে মনুমুখ বাজারের কাছে কুশিয়ারা নদীতে পতিত হয়েছে
সিলেটপিডিয়া (SylhetPedia ) পড়তে ক্লিক করুন view this link
২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১২
শাহাবুিদ্দন শুভ বলেছেন: আমরা কিন্তু এ বিষয়ে কাজ করছি। আশা করি আমাদের সিলেট পিডিয়ার সাইট ভিজিট করবেন। এবং পরামর্শ দিবেন।
http://sylhetpedia.com/
২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২১
২| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৮
আহমেদ জী এস বলেছেন: শাহাবুিদ্দন শুভ ,
সম্ভবত সিলেটের নদী নিয়ে এধরনের একটা পোস্ট আগেও দেখেছি। আপনি বলেছেন , সিলেটপিডিয়ার জন্যে নদী নিয়ে কাজ করা চলছে। ভুল তথ্য পাচ্ছেন বলেও উল্লেখ করেছেন।
এই যদি হয় তবে সবচেয়ে ভালো হয় সরজমিনে নদী ধরে ধরে এলাকা থেকে তথ্য সংগ্রহ করা। সময় এবং খরচ সাপেক্ষ সন্দেহ নেই। তারপরেও বলি, এর চেয়ে আসল এবং সত্যিকারের তথ্য সংগ্রহের জন্যে অন্য কোনও পথ নেই। অন্যদের দেয়া তথ্যের
উপর ( যা বিভ্রান্তিকর বলে লিখেছেন) নির্ভর করে গবেষণা বিভ্রান্তকর হবেই।
আশা করি ভেবে দেখবেন এবং আপনার দলকে বলবেন । সিলেটের নদীগুলোর উপরে তাহলে হয়তো তথ্যানুসন্ধানী একটি রিপোর্টও তৈরী করতে পারবেন।
শুভ কামনায়।
২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৫
শাহাবুিদ্দন শুভ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন বই থেকে যে তথ্য পাচ্ছি সেখানে অনেক তথ্যের ভুল আছে। অনেকে শাল্লা উপজেলা কে বলছেন শুল্লা। যারা এ বিষয় গুলো নিয়ে কাজ করছেন তারা সিলেটী নন তাতে ও সমস্য ছিল না যদি তারা ক্রস চেক করতেন।
২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৩
শাহাবুিদ্দন শুভ বলেছেন: আপনি কি এই পোষ্টের কথা বলছেন?
২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৩
শাহাবুিদ্দন শুভ বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৬
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের বহু নদীর করুন অবস্থা। সেদিকে নজর দিন।