নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
সম্প্রতি আমরা সিলেট বিভাগের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছি। প্রথমে কিছু উপজেলা ও দর্শনীয় স্থান নিয়ে লেখা প্রকাশিত হলেও এই মুহূর্তে আমরা নদী নিয়ে কাজ করছি। কাজ করতে গিয়ে বিভিন্ন বই ঘেঁটে দেখতে পাই বেশ কিছু বড় নদীর উৎপত্তি ও পতিত বিভিন্ন এলাকা দিয়ে প্রবাহিত হওয়ার তথ্যের ক্ষেত্রেও অনেক ভূল তথ্য প্রদান করা হয়েছে। তাই বাধ্য হয়ে আমাদের মাঠ থেকে তথ্য সংগ্রহ করতে হচ্ছে এবং আগে প্রকাশিত তথ্য গুলোর সাথে মিলিয়ে নিতে হচ্ছে। আমারা ইতিমধ্যে বেশ কিছু বই সংগ্রহ করেছি। মনে হচ্ছে আরও কিছু বইয়ের প্রয়োজন। বইয়ের নাম অথবা সিলেট বিভাগরে নদী নিয়ে কোন তথ্য জানা থাকলে জানানোর অনুরোধ করছি।
চাইলে আমাদের সাইট ভিজিট করতে পারেন। সিলেট পিডিয়া
২| ২২ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১
শাহাবুিদ্দন শুভ বলেছেন: বাংলাদেশের যে কয়েকটি বিভাগে নদী আছে সিলেট বিভাগ তাদের মধ্যে অন্যতম।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: সিলেট এর নদী সম্পর্কে কিছু জানি না।
তবে লালাখাল দেখে ভালো লেগেছে।