নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাবুদ্দিন শুভ

শাহাবুিদ্দন শুভ

শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০

শাহাবুিদ্দন শুভ › বিস্তারিত পোস্টঃ

কালনী নদী ও হতাশার কথা

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৫

সিলেট পিডিয়া 'র ( সিলেটপিডিয়া ) জন্য নদী নিয়ে কাজ করতে গিয়ে হতাশ হচ্ছি প্রতিনিয়ত। একজন গবেষক তার বইয়ে লিখেছেন কালনী নদী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় পুরাতন ব্রহ্মপুত্র ও কুশিয়ারা নদীর সঙ্গম স্থল থেকে কালনী নামে দক্ষিণ দিকে এঁকেবেঁকে প্রবাহিত হয়ে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে আপার মেঘনায় পতিত হয়। দিরাই উপজেলায় ব্রহ্মপুত্র নদী আসে কি ভাবে সেই তথ্য খোঁজে পাই নি। আবার অন্য দুটি বইয়ে নদীর উৎপত্তিস্থলের কথা না বলে আজমিরিগঞ্জ, কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম উপজেলায় দিয়ে প্রবাহিত হয়েছে বলে কাজ শেষ করে দিয়েছেন।

পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্যে আরও হতাশা জনক তথ্য দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে ‘‘ কালনী নদী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নে পুরাতন সুরমা থেকে উৎপন্ন হয়ে সুনামগঞ্জ জেলার শুল্লা উপজেলার হাবিবপুর ইউনিয়নে চামতি নদীতে পতিত হয়েছে। হতাশার কথা পানি সম্পদ মন্ত্রণালয়ের শুল্লা উপজেলা কোথায় পেলেনে তা একটি প্রশ্ন । এই নদীর পানি প্রবাহের পরিমাণ সহ অন্যান্য কোন তথ্য দেওয়া হয়নি! অন্যান্য বইয়ের তথ্যের সাথেও এই তথ্যে অনেক গরমিল আছে।

সুনামগঞ্জ জেলা নিয়ে যে কয়েকটি বই আমি সংগ্রহ করতে পেরেছি সেই বইগুলোতেও নদী নিয়ে তেমন কোন তথ্য পাইনি। আসলে প্রকৃতি তথ্য পেতে অনেক হিমসিম খেতে হচ্ছে। কমে যাচ্ছে কাজের গতি। সঠিক তথ্যের ঘাটতি থাকায় সিলেট পিডিয়া একক প্রচেষ্টায় কাজ চালিয়ে যাওয়া শুধু কঠিন নয় অসম্ভব মনে হচ্ছে

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৩

বিজন রয় বলেছেন: চেষ্টা চালিয়ে যান গবেষক। হতাশ হবেন না। আমাদেরকে বঞ্চিত করবেন না।
শুভকামনা।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৮

শাহাবুিদ্দন শুভ বলেছেন: অবশ্যই চেষ্টা চালিয়ে যাব। সাথে সাথে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

২| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: বাংলা একাডেমিতে কালনী নদী নিয়ে দুইটা বই থাকার কথা।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৮

শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ। দেখবো পাই কি না।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩২

জুনায়েদ বি রাহমান বলেছেন: লেখক হয়তো বলতে চেয়েছেন, পুরাতন ব্রহ্মপুত্র নদী দিরাই উপজেলায় এসে কুশিয়ারার সাথে মিলিত হয়েছিলো। এই সঙ্গমস্থল থেকেই কালনী নদী দক্ষিণ দিকে সুরমায় গিয়ে মিলেছে।
এটা হওয়ার সম্ভাবনা আছে।

শুভকামনা রইলো।

২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩১

শাহাবুিদ্দন শুভ বলেছেন: না লেখক তা বুঝাতে চান নি।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০১

শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৭

শাহাবুিদ্দন শুভ বলেছেন: আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেথে চাই

৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪২

আখেনাটেন বলেছেন: বাংলাদেশের অনেকেই সরেজমিনে গিয়ে তথ্যের মৌলিকতা নিরূপণ করেন না। ফলে নানা বইয়ে নানাভাবে উপস্থাপিত হয় একই বিষয়। বিভ্রান্তিকর।

কোনো মৌলিক গবেষণায় সহজ না। আপনার জন্য শুভকামনা।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৭

শাহাবুিদ্দন শুভ বলেছেন: পানি উন্নয়ন বোর্ড, জাতীয় নদীরক্ষা কমিশন ও সরকারী অনান্য দপ্তরের একই নদীর ক্ষেত্রে বিভিন্ন তথ্য পাওয়া যায় তা হতাশা জনক।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:০৬

নো ওয়ান বলেছেন: একক প্রচেষ্টায় এই জাতীয় একটি উদ্যোগ সত্যিই জটিল শুধু নয় পরিশ্রমসাধ্যু বটে। শুভকামনা রইলো!

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫৬

শাহাবুিদ্দন শুভ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.