নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাবুদ্দিন শুভ

শাহাবুিদ্দন শুভ

শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০

শাহাবুিদ্দন শুভ › বিস্তারিত পোস্টঃ

মরেনিতো মন্ত্রীর কেউ

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৪

দু'জন মরেছে বাস চাপায়
তাতে কি হলো ?
ভারতে মরেছে ৩৩ জন,
তোমরা কিছু বল ।


মরেনিতো মন্ত্রীর কেউ-
তাইতো সে হাসে।
যার মরেছে বুকের ধন-
তার বুক জলে ভাসে।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৯

শামছুল ইসলাম বলেছেন: আপনজন কেউ মারা যায় নি, তাই এমন হায়েনার হাসি ।
চমৎকার প্রতিবাদী কবিতা ।

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৪

শাহাবুিদ্দন শুভ বলেছেন: এই হাসি আমাদের বেদনা বাড়িয়ে দেয়। এই কোন দেশে আমাদের বসবাস।

২| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৩

তানুন ইসলাম বলেছেন: যখন এমন কথা মন্ত্রীদের মুখ থেকে শোনা যায়,তখন তো আমরা গর্ব করে বলতে পারি.এদেশে জন্ম নিয়ে আমি ধন্য

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৭

শাহাবুিদ্দন শুভ বলেছেন: হুম

৩| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৯

মোগল সম্রাট বলেছেন:
গরু-ছাগলের ছবি চিনলেই ড্রাইভিং লাইলেন্স দেয়া যায়- শাজাহান খান

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭

শাহাবুিদ্দন শুভ বলেছেন: তাদের শুভ বুদ্ধির উদয় হউক।

৪| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: হাসবেন নাতো কি করবেন ! একবার চালকদের যোগ্যতার প্রশ্নে উনি বলেছিলেন "গাড়ি চালানোর সময় চালকদের গরু ছাগল চিনলেই হলো" । তার কথামত মানুষ চেনা দরকার কি ? এ দূর্ঘটনায়ও ড্রাইভার গরু ছাগল তো মারে নাই

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬

শাহাবুিদ্দন শুভ বলেছেন: বিষয়টা তো ভেবে দেখা উচিত। তাহলে তো হাসবেনই।

৫| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০২

জগতারন বলেছেন:
এই হাসনেওলা কু**র বাচ্ছা ওর আপন খালুর বসত বাটী জবর দখল করেছে।
ওর আপন খালাতো ভাই বোনেরা এখন বাপ-মা'য়ের বাস্তুভিটা হারা।

এই হারামীর জাহান্নামে স্থান হোক কামনা করি।

৬| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪০

করুণাধারা বলেছেন: হাসি দেখতে বীভৎস লাগে, যদি তা হয় খুনির হাসি।

৭| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি জঘন্য! কি ঘৃন্য!
হায়েনার হাসি দেখিনি
এদিনের জন্যই কি?
হায়! তোমার মৃত্যুতে কাঁদার লোক পাবেতো?

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২২

শাহাবুিদ্দন শুভ বলেছেন: ঠিক কথা বলেছেন।

৮| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৭

রাকু হাসান বলেছেন: মানুষ কত টা নিচু মানসিকতার হলে ,এমন একটা ঘটনায় এমন করে হাসতে পারে !! ধিক্কার ! এদর মন্তব্যই প্রমাণ করে এরা কেমন । মন্ত্রীত্ব পায কিভাবে!

রাজীব নুর বলেছেন: হাসবেন নাতো কি করবেন ! একবার চালকদের যোগ্যতার প্রশ্নে উনি বলেছিলেন "গাড়ি চালানোর সময় চালকদের গরু ছাগল চিনলেই হলো" । তার কথামত মানুষ চেনা দরকার কি ? এ দূর্ঘটনায়ও ড্রাইভার গরু ছাগল তো মারে নাই

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি জঘন্য! কি ঘৃন্য!
হায়েনার হাসি দেখিনি
এদিনের জন্যই কি?
হায়! তোমার মৃত্যুতে কাঁদার লোক পাবেতো?

করুণাধারা বলেছেন: হাসি দেখতে বীভৎস লাগে, যদি তা হয় খুনির হাসি।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.