নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
কেমন করে সহপাঠী পেটাও
ভাঙ্গও পায়ের হাড়।
কিল ঘুষি লাথিও মারো
কোন কিছুতে নাই ছাড়।
বাঁচবে সে মৃতের মত
দাঁড়াবে কি শীর দ্বারা?
তুমি হয়তো হাতুড়ি নিয়ে
অন্যকে করবে তাড়া।
০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৬
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ছেলেটার জীবনটাই শেষ!!!!!
২| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০২
স্রাঞ্জি সে বলেছেন: হু, দেখার কেউ নাই।
০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৩
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ঠিক তাই।
৩| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন:
''ওরে নবীন, ওরে আমার কাঁচা,.
ওরে সবুজ, ওরে অবুঝ,.
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।''
আইয়ুব, ইয়াহিয়ার সময়েও বঙ্গবন্ধু ছয় দফার কথা বলতে পারতেন!
একটি মানুষ কতটা নির্মম হতে পারলে হাতুরি দিয়ে পেটাতে পারে!! একটা মশা মারতেও আমার বিবেকে লাগে।
যদি বিশ্বজিত হত্যার পর কিছু ছাত্রলীগারকে ফাঁসি দেয়া যেত তাহলে অনেকটা কমে আসতে এদের অত্যাচার।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮
শাহাবুিদ্দন শুভ বলেছেন: হুম
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪
স্রাঞ্জি সে বলেছেন: আহারে!