নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাবুদ্দিন শুভ

শাহাবুিদ্দন শুভ

শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০

শাহাবুিদ্দন শুভ › বিস্তারিত পোস্টঃ

সহপাঠী পেটাও

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৮

তোমরা যারা সহপাঠী পেটাও
ঝরাও তার রক্ত।
তোমাদের পেছনে হাত আছে জানি
অনেক লম্বা শক্ত।




মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৭

রোকনুজ্জামান খান বলেছেন: অনেক ভালো লিখেছেন......
তবে বিস্তারিত লিখলে আরো ভাল হতো।
আমার ব্লগে এক বার ঘুরে আসার অনুরোধ রইল।
আপনাদের অনুপ্রেরণাই আমাদের মত নতুন ব্লগার দের এগিয়ে যেতে সাহায্য করবে ।
@ধন্যবাদ

০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ।

২| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩১

শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ । সময় করে লেখাকে বড় করা চেষ্টা করব।


অবশ্যই আপনার ব্লগে ঘুরে আসব।

৩| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: যারা মারামারি করেছে তাদের বিচার হওয়া উচিত। কে দিয়েছে তাদের এত সাহস? তাদেরও বিচার হওয়া উচিত।

০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:০৩

শাহাবুিদ্দন শুভ বলেছেন: আদৌ কি হবে। কারণ তাদের হাত যে অনেক লম্বা

৪| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্ভৈরাচারী সরকারের ছাত্র সংগঠন তো এমনই হয়!

তারা অধ্যক্ষ্যকে পেটায়, তারা শিক্ষককে পেটায়, সহপাঠিতো দুধভাত!
এক ভয়ংকর ত্রাসের রাজত্ব আর প্রতিশৌধের বিষবীজ রুয়ে যাচ্ছে অনির্বাচিত সরকার!
যার বিষফল এই সমাজের মানুষকেই ভোগ করতে হবে!

আজ যারা সুশীলপনা দেখীয়ে অন্যায়, অনির্বাচিত সরকার আর স্বৈরাচারিতার বিরুদ্ধে নিরব-
যারা দলান্ধতায় মুগ্ধ
যারা মিথ্যা চেতনায় আসক্ত
যারা আমজনতা
কেউ বাঁচবেনা সেই ধাক্কা থেকে!

কারণ আগুন শত্রু মিত্র চিনেনা। প্লাবন ভাল মন্দ বোঝে না!
মার খেতে খেতে যখন প্রতিশোধের আগুন জ্বলে উঠবে
তখন কেউ বাঁচবে না! কারণ আগুন দেবালয় চেনেনা।

সময় থাকতে থামান। থামুন। দেশকে বাঁচান।

০২ রা জুলাই, ২০১৮ সকাল ৯:২৭

শাহাবুিদ্দন শুভ বলেছেন: চিন্তার বিষয়!!!

৫| ৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


সংবাদ সন্মেলন ইত্যাদি কম করার দরকার; শেখ হাসিনাসকে সময় দেয়ার দরকার আছে; মেন রাখতে হবে, উনি জার্মানীর কারকেল নন; উনি বেঁকে বসতে পারেন।

৬| ৩০ শে জুন, ২০১৮ রাত ৮:২৯

রসায়ন বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি থাকায় এই সন্ত্রাসী হমালাটা করতে পেরেছে । খোলা থাকলে ওদের এই সন্ত্রাসীদের উপায় ছিল না । দুই তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় খোলা , এরপর দেখা যাক।

০২ রা জুলাই, ২০১৮ সকাল ৯:২৬

শাহাবুিদ্দন শুভ বলেছেন: ভাই যারা পারে তারা সারা বছর ই পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.